ঢাকা, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

রাখাল হরি দাশের ক্রিয়ানুষ্ঠান মঙ্গলবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৬, জুলাই ২৭, ২০২৫
রাখাল হরি দাশের ক্রিয়ানুষ্ঠান মঙ্গলবার ...

চট্টগ্রাম: কর্ণফুলী পেপার মিলের সাবেক এসিএ, শহীদ বুদ্ধিজীবী ডা. রেবতী রঞ্জন দাশের সন্তান রাখাল হরি দাশ গত সোমবার (১৪ জুলাই) রাত ১২টা ১০ মিনিটে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে মৃত্যুবরণ করেন (ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।

তিনি স্ত্রী ও তিন পুত্রসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার (১৫ জুলাই) বলুয়ারদিঘি মহাশ্মশানে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
 

তিনি পি কে সেন সাত তলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন।  

মঙ্গলবার (২৯ জুলাই) পাহাড়তলী কৈবল্যধামের সত্যধামে প্রয়াতের পারলৌকিক ক্রিয়া অনুষ্ঠিত হবে। এতে আত্মীয়-স্বজনসহ সকল শুভানুধ্যায়ীর উপস্থিতি কামনা করা হয়েছে।

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।