ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সিআইইউতে জুলাই শহীদদের স্মরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৪, জুলাই ২০, ২০২৫
সিআইইউতে জুলাই শহীদদের স্মরণ

চট্টগ্রাম: চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে আলোচনা সভার পাশাপাশি ইউজিসি নির্দেশিত প্রামাণ্যচিত্র প্রদর্শন ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে সিআইইউ’র আইন অনুষদের শিক্ষার্থী জেবা মাহমুদার সঞ্চালনায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তারা।  

এতে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. আসিফ ইকবাল, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের সহকারী ডিন শারমিন রড্রিগস এবং সমাপনী বক্তব্য দেন জাতীয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. নাঈম আব্দুল্লাহ।

আলোচনা সভায় বক্তারা জুলাই আগস্টের সময়গুলোতে অধিকার ও ন্যায্যতা প্রতিষ্ঠার সংগ্রামে ছাত্র জনতার অংশগ্রহণ ও নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন , শিক্ষার্থীরা সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষে শিক্ষার্থী হিসেবে পুনরায় পড়াশুনায় মনোনিবেশ করেছে, যা অত্যন্ত প্রশংসনীয়। এ সময় শিক্ষার্থীদের শৃঙ্খলা, দায়িত্ববোধ ও ত্যাগের মানসিকতার প্রশংসা করে তাদের প্রতি এই মূল্যবোধ সবসময় ধরে রাখার আহ্বান জানান। এই চেতনার মাধ্যমেই সিআইইউ ভবিষ্যতে জাতীয় গৌরবের প্রতীক হয়ে উঠবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।  

আলোচনার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানটি দর্শকদের মুগ্ধ করে।

জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে মাসব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম ও ইতিহাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।