ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

‘নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াতে ইসলামী’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৪, জুলাই ২, ২০২৫
‘নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াতে ইসলামী’ ...

চট্টগ্রাম: বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে জামায়াতে ইসলামী। ইনসাফ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে চাইলে ইসলামী হুকুমতের বিকল্প নেই।

সোমবার (৩০ জুন) বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার উদ্যোগে চট্টগ্রাম-৮ আসনের এমপি প্রার্থী ডা. আবু নাছেরের সমর্থনে আয়োজিত কেন্দ্রভিত্তিক নির্বাচন প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শাহজাহান।

তিনি বলেন, ২০২৪ পরবর্তী বাংলাদেশে মানুষ আর কোনও নতুন স্বৈরাচারকে দেখতে চায় না। তাই সুখী সমৃদ্ধ ইনসাফভিত্তিক সমাজ গড়তে ডা. আবু নাছেরকে অবশ্যই বিজয়ী করতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে নতুন বাংলাদেশ বিনির্মাণে যারা জীবন দিয়েছে তাদের জীবনদান স্বার্থক হবে।

চান্দগাঁও থানা আমির মোহাম্মাদ ইসমাঈলের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি জসিম উদ্দিন সরকার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এ কে আজাদ চৌধুরী এবং ওমর গণির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন অধ্যাপক মাওলানা জাফর সাদেক, চট্টগ্রাম মহনগরীর ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম, দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, নগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুছ ও চট্টগ্রাম-৮ আসনের নির্বাচন পরিচালক মোরশেদুল ইসলাম চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী ডা. আবু নাছের, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি তানজির হোসেন জুয়েল, বোয়ালখালী থানা জামায়াতের আমির খোরশেদ আলম, শ্রমিক নেতা ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম প্রমুখ।

উপস্থিত ছিলেন চান্দগাঁও থানা নায়েবে আমির অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন, থানা সহকারী সেক্রেটারি মোহাম্মদ ওমর গনি, আজাদ চৌধুরী, হাফেজ আবদুল আজিজ মোহাম্মদ শোয়াইব, নগর উত্তর শিবিরের বাইতুল মাল সম্পাদক গোলাম আজম, চান্দগাঁও থানা অফিস সেক্রেটারি আব্দুল কাদের, রইসুর রহমান তিতু, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চান্দগাঁও থানা পশ্চিমের সভাপতি নুরুল করিম, চান্দগাঁও উত্তর থানা শিবিরের সভাপতি নুর সুলতান টিপু প্রমুখ।

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।