ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

নানা অনিয়মে তিন চিকিৎসালয়কে অর্থদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩০, জুলাই ১, ২০২৫
নানা অনিয়মে তিন চিকিৎসালয়কে অর্থদণ্ড

চট্টগ্রাম: বোয়ালখালীতে অভিযান চালিয়ে নানা অসংগতি পাওয়ায় এভারগ্রীন ডায়াগনস্টিক সেন্টারসহ ৩টি চিকিৎসালয়কে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ম্যাক্স ডেন্টাল কেয়ারকে সিলগালা করা হয়েছে।

 

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে পৌর সদরে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।  

তিনি জানান, বিএমডিসি নম্বর বহির্ভূত ডাক্তার বসিয়ে অবৈধভাবে দাঁতের চিকিৎসা দিচ্ছিল ম্যাক্স ডেন্টাল কেয়ার।

এই ধরনের ডাক্তারের চিকিৎসায় রোগী স্বাস্থ্যঝুঁকিতে পড়ার আশঙ্কা রয়েছে। তাই প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে।

এ ছাড়া দায়িত্বে অবহেলাসহ নানা অসংগতি পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় এবং মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৯ ধারায় বনি হাসান চক্ষু চিকিৎসালয়ের মাহাদী ওয়াসিকে ২০ হাজার টাকা, এভারগ্রীন ডায়াগনস্টিক সেন্টারের আরমান হোসেনকে ৫ হাজার টাকা এবং দিদার হাড় ভাঙা চিকিৎসালয়ের দিদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।