ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সন্তানদের আধুনিক শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে: সরওয়ার আলমগীর 

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৭, এপ্রিল ২৬, ২০২৫
সন্তানদের আধুনিক শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে: সরওয়ার আলমগীর 

মওলা হুজুর (সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.) বলেছেন এতিমরা তারই সন্তান, এর চেয়ে বড় পাওয়া আর কি আছে' এমনটি বলেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর।

তিনি বলেন, একজন সন্তানকে প্রথমে অভিভাবক এবং পরে শিক্ষকরা শিক্ষা দিয়ে গড়ে তুলেন।

আধুনিক শিক্ষার পাশাপাশি দ্বীনি  শিক্ষা বিস্তারে কাজ করে যাচ্ছে উম্মুল আশেকীন মনোয়ারা বেগম হেফজ বিভাগ ও এতিমখানা।

তিনি শনিবার (২৬ এপ্রিল) ফটিকছড়ির মাইজভান্ডার দরবারে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান' উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানা পরিচালনা পর্ষদের উদ্যোগে সফল শিক্ষার পথে অভিভাবক-শিক্ষক-শিক্ষার্থীর একত্রিকরণ' বিষয়ক বিশেষ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মাকসুদুর রহমান হাসনুর সভাপতিত্বে বিশেষ আলোচক ছিলেন সৈয়দ মোরশেদুল আমিন।

বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, সৈয়দ সাকলাইন মাহমুদ, ডা. সামিউল করিম, মোহাম্মদ জালাল উদ্দীন চৌধুরী, অধ্যক্ষ মওলানা আবুল কাছেম।  

সুপার আনোয়ার হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন শিক্ষক হাফেজ আবুল কালাম, রবিউল হোসেন, শাফায়াত হোসাইন, রাশেদ আলী, হাফজ মহিউদ্দিন, মোবারক হোসেন, আবু হানিফ সহ গণ্যমান্য ব্যক্তিরা। দোয়া মুনাজাত করেন হাফেজ আবুল কালাম।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।