ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আনোয়ারার সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৬, ফেব্রুয়ারি ১০, ২০২৫
আনোয়ারার সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার ...

চট্টগ্রাম: আনোয়ারা উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও হাইলধর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দীনকে (৪৯) গ্রেপ্তার করা হয়েছে।  

রোববার (৯ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে নগরের বাকলিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে আনোয়ারা থানা পুলিশ।

জানা গেছে, বিগত সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন এবং নগরের বাকলিয়ায় বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল দুই ঘণ্টার অভিযানে এক বাসা থেকে তাকে আটক করে।

নাজিম উদ্দীন মিছিল ও রাজনৈতিক সভা-সমাবেশে সক্রিয় ছিলেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ছাত্র আন্দোলনে নাশকতার অভিযোগ থাকায় নাজিম উদ্দীনকে গ্রেপ্তার করে থানায় রাখা হয়েছে। তাকে আদালতে পাঠানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৫
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।