ঢাকা, সোমবার, ৪ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে বিদ্যুৎস্পর্শে বৃদ্ধের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, মে ২৪, ২০২৪
বাঁশখালীতে বিদ্যুৎস্পর্শে বৃদ্ধের মৃত্যু ...

চট্টগ্রাম: বাঁশখালীর শীলকূপ ইউনিয়নের মনকিচর গ্রামে সবজি ক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মোক্তার আহমদ (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ মে) সকালে সেইন্যা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মোক্তার আহমদ স্থানীয় মৃত গুরা মিয়ার পুত্র।

শীলকূপ ইউ‌নিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আশিক হোছাইন চৌধুরী জানান, মোক্তার আহমদ সকালে বাড়ির অদূরে সবজি ক্ষেতে মোটরচালিত যন্ত্রের মাধ্যমে পানি দিতে যায়।

এসময় বিদ্যুৎস্পর্শে তিনি মারা যান।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ বলেন, সবজি ক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মোক্তার আহমদ নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, মে ২৪, ২০২৪ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।