ঢাকা, রবিবার, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৫ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

গণধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৪
গণধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ...

চট্টগ্রাম: সন্দ্বীপ থানার গণধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. সুমনকে হাটহাজারী থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মো.সুমন (৩০) সন্দ্বীপ থানার হরিশপুর এলাকার মো.সিদ্দিকের ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো.নুরুল আবছার জানান, ২০১৫ সালের গণধর্ষণ মামলায় ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর আসামি মো. সুমনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। আসামি হাটহাজারীর নাজিরহাট এলাকায় অবস্থান করার গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭ চট্টগ্রামের আভিযানিক দল শনিবার (১২ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে মো.সুমনকে গ্রেপ্তার করা হয়।

তাকে সন্দ্বীপ থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৪
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।