ঢাকা, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে আন্তর্জাতিক ক্যান্সার  সম্মেলন শুক্রবার    

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৪
চট্টগ্রামে আন্তর্জাতিক ক্যান্সার 
সম্মেলন শুক্রবার     ...

চট্টগ্রাম: আন্তর্জাতিক ক্যান্সার সম্মেলন 'অনকোকন-২০২৪ শুক্রবার (১ মার্চ) পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে  অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এই অনকোলজি কনফারেন্স সাতশ’ ক্যান্সার বিশেষজ্ঞ, সার্জন অংশ নেবেন।

এতে ১৮ জন বিদেশি বিশেষজ্ঞ যোগ দিচ্ছেন। নামকরা চিকিৎসা বিজ্ঞানীদের এই মিলনমেলায় ১৮টি সেশন থাকবে।
 

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) নার্সদের নিয়ে কর্মশালা হবে।

সম্মেলনে অংশ নেবেন ক্যান্সার বিশেষজ্ঞ ডা. অ্যানি ক্যাথেরিন গুডম্যান, গাইনি অনকোলজিস্ট এভারকেয়ার হাসপাতাল, ঢাকার প্রফেসর ডা. রাজু তিতাস, যুক্তরাজ্যের ডা. ইমজিয়াজ আহমেদ প্রমুখ।  

সম্মেলনের অন্যতম পৃষ্ঠপোষক স্কয়ার ক্যান্সার সেন্টারের প্রধান প্রফেসর ডা. সৈয়দ আকরাম হোসাইন।  স্থানীয় পৃষ্ঠপোষক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান প্রফেসর ডা. সাজ্জাদ মো. ইউসুফ।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৪
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।