ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

শিশু নির্যাতন মামলার আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৯, ফেব্রুয়ারি ২১, ২০২৪
শিশু নির্যাতন মামলার আসামি গ্রেফতার ...

চট্টগ্রাম: নগরের লালখান বাজার এলাকায় ১২ বছরের শিশুর পায়ুপথে লোহার শিক ঢুকিয়ে আহত করার মামলায় এক আসামিকে গ্রেফতার করেছে খুলশী থানা পুলিশ।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) শিশুটির মা নারগিছ বেগম বাদী হয়ে খুলশী থানায় মামলা দায়ের করেন।

 

জানা যায়, লালখান বাজার মোড়স্থ বিরিয়ানি এক্সপ্রেস নামে একটি রেস্টুরেন্টের নিচ তলায় আব্দুর রহিম শান্ত (১২) কাজের ফাঁকে দাঁত দিয়ে নখ কাটতে থাকে। তখন জাহেদ উল্লাহ বিন খালেদ তাকে গালিগালাজ করে।

একপর্যায়ে তার হাতে থাকা লোহার শিক পায়ুপথে ঢুকিয়ে দেয়। এতে শিশুটি আহত হয়।

খুলশী থানার ওসি শেখ নেয়ামত উল্লাহ বলেন, এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে আসকার দিঘীর পাড় এলাকা থেকে অভিযুক্ত জাহেদ উল্লাহ বিন খালেদকে (৪২) গ্রেফতার করে। সে চন্দনাইশের বরকল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শিকদার বাড়ির সাহাবউদ্দিনের ছেলে। এসময় ১টি লোহার শিক উদ্ধার করা হয়।

শিশুটি মাসিক ৩ হাজার টাকা বেতনে লালখান বাজারের বিরিয়ানি এক্সপ্রেসে চাকরি করতো। নিয়মিত বেতন দেওয়া হতো না, পাশাপাশি চলতো নির্যাতন।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।