ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৪, ডিসেম্বর ১, ২০২৩
ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু ...

চট্টগ্রাম: ফটিকছড়ির নাজিরহাটে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় আবুল হাশেম (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে জামাল কোরআন মাদ্রাসা গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আবুল হাশেম ফড়িকছড়ির ৭ নম্বর ওয়ার্ডের চরপাড়া শেখ নিয়াজ চৌধুরী বাড়ির গুরা মিয়ার ছেলে।

জানা গেছে, বৃদ্ধ আবুল হাশেম রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল ধাক্কা দেয়।

এসময় তিনি পিকআপের নিচে চাপা পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাজিরহাটস্থ ফটিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা বলেন, এ ঘটনায় গাড়ি দুটি জব্দ করা হয়েছে। মরদেহ ময়না তদন্ত ছাড়াই হস্তান্তর করতে পরিবার আবেদন জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২৩ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।