ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ৪

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৫, সেপ্টেম্বর ৩০, ২০২৩
চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ৪

চট্টগ্রাম: সীতাকুণ্ড থানার বাঁশবাড়িয়া ইউনিয়নের বোয়ালিয়ার কুল গ্রামে অভিযান চালিয়ে পাঁচটি চোরাই মোটরসাইকেলসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।  

গ্রেফতারকৃতরা হলেন, হাসান মাহমুদ রুবেল (৩৪), মো. জাফরুল মনির (২৪), কাইয়ুম মাহমুদ (২০) ও তৌহিদুল আলম তারেক (২৫)।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে বোয়ালিয়ার কুল গ্রামে জাহিদ নামে এক পলাতক আসামি বাড়ির অভিযান চালানো হয়। এসময় চারজনকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছে থাকা বিভিন্ন মডেলের পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামির বিরুদ্ধে  গ্রেফতার  অভিযান অব্যাহত আছে।  

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৩
এমআই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।