ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মাছ ধরার ট্রলারে আগুন, দুইজন দগ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, মে ২৭, ২০২৩
মাছ ধরার ট্রলারে আগুন, দুইজন দগ্ধ ...

চট্টগ্রাম: পতেঙ্গা সমুদ্র সৈকতের খেজুরতলা এলাকায় একটি মাছ ধরার ট্রলারে সৃষ্ট আগুনে দুইজন দগ্ধ  হয়েছে।  

শুক্রবার (২৬ মে) রাত সোয়া ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ট্রলারটিতে ৫ জন মাঝি-মাল্লা ছিল। এদের মধ্যে তিনজন সাগরে লাফ দেয় এবং দুইজন অগ্নিদগ্ধ হয়।

তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। তবে দগ্ধদের নাম জানা যায়নি। পাওয়া যায়নি ক্ষয়-ক্ষতির তথ্য।

বন্দর সচিব ওমর ফারুক জানান, অগ্নিনির্বাপণে ব্যবহৃত বন্দরের টাগবোট কান্ডারি-৮ ঘটনাস্থলে পাঠানো হয়। পাশাপাশি নৌবাহিনী ও কোস্টগার্ডকে বিষয়টি জানানো হয়। কোস্টগার্ডের নৌযান মেটাল শার্ক ঘটনাস্থলে গিয়ে অগ্নিনির্বাপণ করে।

কর্ণফুলী ইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আফছার উদ্দিন বলেন, বন্দরের একটি জাহাজ থেকে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, মে ২৭, ২০২৩ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।