ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

রেজার পাঁচ উইকেটে চেন্নাইয়ে জয়ের পথে মিঠুনরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২২
রেজার পাঁচ উইকেটে চেন্নাইয়ে জয়ের পথে মিঠুনরা

শুরুটা দারুণ করে দিয়েছেন ব্যাটাররা। অধিনায়ক মোহাম্মদ মিঠুন খেলেছেন দেড়শ ছাড়ানো ইনিংস।

এবার বোলাররাও দাপট দেখাচ্ছেন। ভারতে তামিলনাড়ুর বিপক্ষে জয়ের দ্বারপ্রান্তে আছে বিসিবি একাদশ।

এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে মোহাম্মদ মিঠুনের অপরাজিত ১৫৬ রানে প্রথম ইনিংসে ৯ উইকেটে ৩৪৯ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাব প্রথম ইনিংসে ৯৩ রানে অলআউট হয়ে গেছে তামিলনাড়ু। দ্বিতীয় ইনিংসেও ৬ উইকেটে ১৩৩ রান করেছে তারা। ম্যাচ বাঁচাতে এখনো তাদের প্রয়োজন ১২৩ রান।

৭ উইকেটে ৮২ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে তামিলনাড়ু একাদশ। ১০ রানে অপরাজিত ছিলেন সুনীল কৃষ্ণ। তাকে দ্রুতই ফেরানন তাইজুল ইসলাম। ব্যক্তিগত ১৩ রানে আউট হন এই ব্যাটার। তামিলনাড়ু একাদশের ইনিংসও স্থায়ী হয়নি বেশিক্ষণ। শেষ ব্যাটার গৌতম থামারাইকে আউট করে নিজের ফাইফার পূর্ণ রেন পেসার রেজাউর রহমান রাজা। ৯৩ রানে অলআউট হয়ে ফলো অনে পড়ে তামিলনাড়ু।

২৪৬ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করেও বিপদে আছে তামিলনাড়ু। দলীয় ১ রানেই ওপেনার চতুর্দেবকে হারায় তারা। প্রথম আঘাত হানেন পেসার খালেদ আহমেদ। আরেক ওপেনার সূর্যপ্রকাশকে ৮ রানে ফেরান রেজাউর রহমান রাজা।

এরপর তাইজুল ইসলাম নিয়েছেন টানা তিন উইকেট। ৭১ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা  ৯৮ রানে ৬ উইকেট হারানোর পর অজিত রামকে নিয়ে আদিত্য গড়েন ৩৫ রানের জুটি। অবিচ্ছেদ্য এই জুটিতেই তৃতীয় দিন শেষ করে তামিলনাড়ু একাদশ।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২২
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।