ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

মাইলফলক ম্যাচে টস জিতলেন সাকিব, ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২২
মাইলফলক ম্যাচে টস জিতলেন সাকিব, ব্যাটিংয়ে বাংলাদেশ

এশিয়া কাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এটি আবার টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের ১০০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ।

মাইলফলক ম্যাচটিতে টস জিতেছেন তিনি।

মঙ্গলবার শারজাহতে আফগানদের বিপক্ষে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নামছে সাকিববাহিনী।

আসরের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে আফগানিস্তান। সেই আফগানদের বিপক্ষে মাঠে নেমেই আজ অন্যরকম এক সেঞ্চুরি করলেন সাকিব। এখন পর্যন্ত ৯৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি তার শততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি। তৃতীয় বাংলাদেশি হিসেবে শততম ম্যাচ খেলতে নামছেন তিনি। টি-টোয়েন্টির সাবেক অধিনায়ক মাহমুদ উল্লাহ রিয়াদ খেলেছেন ১১৯ টি-টোয়েন্টি। আরেক সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম খেলেছেন সাকিবের সমান ১০০টি।

শ্রীলঙ্কাকে ৫৯ বল হাতে রেখেই ৮ উইকেটের জয়ে আকাশে উড়ছে আফগানিস্তান। তবে এবার এশিয়া কাপে সাকিব আল হাসানের নেতৃত্বে নতুন এক দল নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ। পরিসংখ্যানের বিচারে এগিয়ে আছে আফগানিস্তানই। প্রতিপক্ষ বাংলাদেশ কিংবা অন্য কোনও দল; সব হিসেবেই এগিয়ে আফগানরাই। মুখোমুখি ৮ লড়াইয়ে ৫টিই জিতেছে আফগানরা, টাইগারদের জয় ৩টিতে। সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজটি শেষ হয় ১-১ সমতায়। ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে সর্বশেষ পাঁচ ম্যাচ হিসেবে আনলেও আফগানিস্তানই এগিয়ে। তারা ৫টি ম্যাচের মধ্যে ৩টিতেই জিতেছে, বাংলাদেশ নিজেদের সর্বশেষ পাঁচ ম্যাচে জিতেছে মাত্র একটি।

আফগানিস্তানের একাদশ: হজরতুল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহীম জাদরান, নজিবুল্লাহ জাদরান, করিম জানাত, মোহাম্মদ নবি (অধিনায়ক), রশিদ খান, আজমতুল্লাহ ওমরজাই, নাভিন-উল-হক, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: নাঈম শেখ, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।