ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

দ্বিতীয়বারের মতো বাংলা টাইগার্সের কোচ আফতাব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২২
দ্বিতীয়বারের মতো বাংলা টাইগার্সের কোচ আফতাব

আবারও আবুধাবির টি-টেন লিগে কোচিংয়ের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ। বাংলা টাইগার্সের হয়ে দায়িত্ব পালন করবেন তিনি।

মঙ্গলবার (২৩ আগস্ট) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে ফ্রাঞ্চাইজিটি।

এর আগে প্রথম আসরেও বাংলা টাইগার্সের হয়ে কোচিংয়ের দায়িত্ব পালন করেছিলেন আফতাব। ওই আসরে বাংলাদেশি সাবেক এই ক্রিকেটারের সঙ্গে দলটির কোচিং স্টাফে ছিলেন নাফিস ইকবাল ও মোহাম্মদ নাজিমউদ্দিনও।  

কোচ হিসেবে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে লিজেন্ডস অব রূপগঞ্জ ও চট্টগ্রাম বিভাগীয় দলের দায়িত্বও পালন করেছিলেন আফতাব আহমেদ। এবার টি-টেন লিগে এই দায়িত্ব পেয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। এ ব্যাপারে সাবেক এই ক্রিকেটার বলেন, ‘আমার ঘরে ফেরার অনুভব করছি। আমাদের টি-টেন লিগের প্রথম আসর খুব উপভোগ করেছিলাম। এবারও আমি মুখিয়ে আছি দারুণ সব খেলোয়াড় ও অসাধারণ টিম ম্যানেজমেন্টের সঙ্গে কাজ করতে। প্রথম আসরে আমার অধীনে দল রানার-আপ হয়ে টুর্নামেন্ট শেষ করলেও এবার আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া।

আগামী নভেম্বর মাসে মাঠে গড়াবে টি-টেন লিগের ষষ্ঠ আসর। ২৩ নভেম্বর শুরু হয়ে টুর্নামেন্টটি চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।