ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

সাড়ে ৬ বছর পর টি-টোয়েন্টি একাদশে বিজয়

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০১ ঘণ্টা, জুলাই ৩, ২০২২
সাড়ে ৬ বছর পর টি-টোয়েন্টি একাদশে বিজয়

সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন ২০১৫ সালের মার্চে। ৫১ বল খেলে ৪৭ রান করেছিলেন এনামুল হক বিজয়।

এরপর সাড়ে ছয় বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি খেলেননি বিজয়।

অবশেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডমিনিকার প্রথম টি-টোয়েন্টি দিয়ে এই ফরম্যাটে ফিরছেন তিনি। তাকে নিয়েই ক্যারিবীয়দের বিপক্ষে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। ম্যাচটিতে টস হেরে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক নিকোলাস পুরান।

প্রথম টি-টোয়েন্টিতে বৃষ্টির বাধার মুখোমুখি হতে হয়েছে। বাংলাদেশ সময় সাড়ে এগারোটায় ম্যাচ শুরুর কথা থাকলেও সেটি হচ্ছে ১টা ১০ মিনিটে। ম্যাচের দৈর্ঘ্যও কমে আসছে, খেলা হবে ১৬ ওভারে, পাওয়ার প্লে থাকবে ৫ ওভার। সর্বোচ্চ একজন বোলার ৪ ওভার করতে পারবেন।  

তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। টসের সময় উইন্ডিজ অধিনায়ক জানিয়েছেন, বৃষ্টির কারণেই তারা আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও জানিয়েছেন, আগে বল করতে চাওয়ার ইচ্ছের কথা।  

বাংলাদেশ একাদশ : মুনিম শাহরিয়ার, লিটন দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও  মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ : কাইল মেয়ার্স, ব্রেন্ডন কিং, শামার ব্রুকস, নিকোলাস পুরান (অধিনায়ক ও উইকেটরক্ষক), রভম্যান পাওয়েল, ডেভন থমাস, ওডিন স্মিথ, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, ওবেদ ম্যাকয় ও হেইডেন ওয়ালশ জুনিয়র।

বাংলাদেশ সময় : ০১০২, জুলাই ৩, ২০২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad