ঢাকা, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

ক্রিকেট

বৃষ্টিতে পিছিয়েই গেল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২৫, জুলাই ২, ২০২২
বৃষ্টিতে পিছিয়েই গেল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ

বৃষ্টির শঙ্কা ছিল গেল দুই দিন ধরেই। তবে সকালের আবহাওয়া খানিকটা আশা জুগিয়েছিল।

আর বৃষ্টি না হলে খেলা হবে, এমনটা শোনা যাচ্ছিল। তবে শেষ অবধি ম্যাচকে পিছিয়েই দিতে হলো বৃষ্টির কারণে।  

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় সাড়ে এগারোটায়। কিন্তু সকাল থেকে ভারি বর্ষণের পর এখন অবধি টসও হয়নি।

যদিও ক্রিকইনফো জানাচ্ছে, পিচ ও আউটফিল্ড দুই জায়গাই ঠিক আছে। সমস্যা হচ্ছে বোলারদের রান-আপের জায়গাতে। এটি পুরোপুরি প্রস্তুত না হওয়ায় এখন অবধি ম্যাচ শুরু হয়নি, করা যায়নি টসও। যদিও আশার খবর, ম্যাচ এক ঘণ্টা দেরিতে হলেও শুরু করা যাবে।   

এই ম্যাচ দিয়েই দীর্ঘ পাঁচ বছর পর ডমিনিকায় ফেরার কথা আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। ২০১৭ সালে সাইক্লোন আঘাত হানার পর দ্বীপ দেশটিতে আর কোনো ম্যাচ হয়নি।  

বাংলাদেশ সময় : ২৩২৪, জুলাই ২, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।