ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

বিসিবিতে বৈঠকে বসছেন পরিচালকরা

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, জুন ২৯, ২০২২
বিসিবিতে বৈঠকে বসছেন পরিচালকরা

টেস্ট সিরিজ শেষ হয়েছে মঙ্গলবার। বুধবারই হঠাৎ এক জরুরি সভা ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দুপুর আড়াইটায় বিসিবি কার্যালয়ে বৈঠকে বসবেন পরিচালকরা।

নাজমুল হাসান পাপনের নেতৃত্বে চলতি বোর্ডের চতুর্থ সভা এটি। সর্বশেষ সভায় টেস্ট অধিনায়ক বদলে সাকিব আল হাসানকে দেওয়া হয় দায়িত্ব। মুমিনুল হক অবশ্য এর আগে নিজে থেকেই সরে দাঁড়িয়েছিলেন।

নেতৃত্বে বদল এনেও ভাগ্য বদলায়নি বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচেই হেরেছে সাকিব আল হাসানের দল। কোনোটিতেই সেভাবে লড়াইও করতে পারেনি বাংলাদেশ।

এরপরই টেস্ট সংস্কৃতি নিয়ে প্রশ্ন ওঠে। এই প্রসঙ্গে পক্ষে-বিপক্ষে মত দেন হেড কোচ রাসেল ডমিঙ্গো, সাকিব আল হাসান, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ আরও অনেকে।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, জুন ২৯, ২০২২

এমএইচবি/এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।