ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ক্রিকেট

প্রাপ্য বেতন কন্যাশিশুদের শিক্ষায় ব্যয় করবেন সাংসদ হরভজন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২২
প্রাপ্য বেতন কন্যাশিশুদের শিক্ষায় ব্যয় করবেন সাংসদ হরভজন

সম্প্রতি ভারতের রাজ্যসভার সদস্য হয়েছেন হরভজন সিং। নতুন দায়িত্ব পাওয়ার পরই সাবেক এই স্পিন তারকা জানিয়ে দিলেন, সাংসব হিসেবে প্রাপ্য বেতন-ভাতার পুরোটাই তিনি দান করে দেবেন।

আর সেই অর্থ ব্যয় করা হবে দরিদ্র কৃষক পরিবারের কন্যাশিশুদের শিক্ষাক্ষেত্রে ব্যয় করা হবে।

এক টুইটের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন হরভজন। তিনি লিখেছেন, 'রাজ্যসভার একজন সদস্য হিসেবে আমার বেতন কৃষকদের কন্যাদের শিক্ষা এবং কল্যাণে দান করা হবে। দেশের উন্নতিকল্পে আমি যোগদান করেছি। নিজের সাধ্যমতো সমস্ত কিছু করার চেষ্টা করব। জয় হিন্দ। '

গত মাসে পাঞ্জাব বিধানসভা নির্বাচনে ১১৭ আসরের ৯২টিতে জয়লাভ করে সরকার গঠন করে আম আদমি পার্টি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের এই পার্টিতে যোগ দিয়ে রাজ্যসভায় সাংসদ হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মনোনীত হয়েছেন হরভজন।  

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২২
এমএইচএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।