ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

টানা পঞ্চম জয়ে শীর্ষস্থান মজবুত করল শেখ জামাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২২
টানা পঞ্চম জয়ে শীর্ষস্থান মজবুত করল শেখ জামাল ছবি: শোয়েব মিথুন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ইমরুল কায়েসের নেতৃত্বে জিতেই চলেছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। শুক্রবার (১৫ এপ্রিল) মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিটি ক্লাবের বিপক্ষে ৫৩ রানের জয়ে শীর্ষস্থান আরও মজবুত করল দলটি।

 

স্লো-পিচে প্রথমে ব্যাট করতে নেমে এদিন সবগুলো উইকেট হারিয়ে ৪৬.২ বলে ১৯৭ রানের সংগ্রহ পায় শেখ জামাল। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে জয়ের ধারে-কাছেও যেতে পারেনি সিটি ক্লাব। ৪৩.১ ওভারেই সব উইকেট হারিয়ে দলটি থামে ১৪৪ রানে।  

এই জয়ে ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে শেখ জামাল। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে তারা ৪ পয়েন্ট এগিয়ে রয়েছে দলটি।

শেখ জামালের দেওয়া ১৯৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৩ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে সিটি ক্লাব। ৪৮ রানে হারায় ৫ উইকেট। জিয়াউর রহমান, পারভেজ রসুল, মৃত্যুঞ্জয় ও সানজামুরের দারুণ বোলিংয়ে ব্যাট হাতে বেশিক্ষণ টিকতে পারেনি সিটি ক্লাবের কোনো ব্যাটার। অবশ্য ব্যতিক্রম ছিলেন জাওয়াদ রোয়েন। ছয়ে নেমে ৫০ বলে ৪৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে তিনি উইকেট হারান রবিউলের বলে।  

শেষদিকে এসে পরপর উইকেট হারিয়ে সিটি ক্লাব থেমে যায় ৪১ বল আগেই। ১৪৪ রানে। ৫৩ রানের বড় জয় পায় শেখ জামাল। দলটির হয়ে তিন উইকেট নেন রবিউল। জিয়াউর ও রাসুল জোড়া উইকেট শিকার করেন।

এর আগে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ওপেনার সৈকত আলিকে হারায় শেখ জামাল। বেশিক্ষণ টিকতে পারেননি সাইফ হাসানও (১৮)। ব্যাট করতে নামা পারভেজ রসুলও মাত্র ৮ রানে বিদায় নেন। বিপদে পড়া দলের হাল ধরেন অধিনায়ক ইমরুল কায়েস। তাকে সঙ্গ দেন নুরুল হাসান সোহান। ৫৪ রানের দারুণ জুটি গড়েন এ দুই ব্যাটার। এরপর মইনুল ইসলাম এসে ২২ রানে সোহানকে ফিরিয়ে ব্রেকথ্রু আনেন।

একপ্রান্ত আগলে রাখা ইমরুল কায়েসও শেষপর্যন্ত টিকে থাকতে পারেননি। সুইপ করতে গিয়ে উইকেট হারানোর আগে ৮৯ বলে ৬১ রানের এক লড়াকু ইনিংস খেলেন তিনি। এরপর আর থিতু হতে পারেননি কেউই। তবে দশম উইকেটে নেমে ১৩ বলে ২০ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে ১৯৮ রানের সংগ্রহ এনে দেন মৃত্যুঞ্জয় চৌধুরি।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad