ঢাকা, শুক্রবার, ২৫ আশ্বিন ১৪৩২, ১০ অক্টোবর ২০২৫, ১৭ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

মুশফিক-সৌম্যর ব্যাটে খুলনার রানপাহাড়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৪, ফেব্রুয়ারি ৭, ২০২২
মুশফিক-সৌম্যর ব্যাটে খুলনার রানপাহাড় ছবি: মাহমুদ হোসেন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খুলনা টাইগার্সের হয়ে মাঠে নেমে দুর্দান্ত ইনিংস খেলেন সৌম্য সরকার ও মুশফিকুর। এ দুইজনের ঝড়ো ইনিংসে সিলেট সানরাইজার্সের বিপক্ষে ১৮২ রানের বড় সংগ্রহ পেয়েছে খুলনা।

সোমবার (০৭ ফেব্রুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে দ্বিতীয় বলেই রান আউট হন আন্দ্রে ফ্লেচার। ব্যাট করতে নামা মেহেদি হাসান পরের বলেই উইকেট হারান। এরপর বেশিক্ষণ থিতু হতে পারেননি ইয়াসির আলিও। ১৮ বলে ২৩ রান করে বিদায় নেন তিনি। চারে ব্যাট করতে নেমে মুশফিকুর রহিম ওপেনার সৌম্য সরকারের সঙ্গে দলের হাল ধরেন।  

৮৪ বলে ১৩৮ রানের দুর্দান্ত জুটি গড়েন সৌম্য সরকার ও মুশফিকুর রহিম। তাদের অসাধারণ ইনিংসে নির্ধারিত ২০ ওভার শেষে ১৮২ রানের সংগ্রহ পায় খুলনা টাইগার্স। ৪ চার ও ৪ ছয়ে ৬২ বলে ৮২ রানের অপরাজিত ইনিংস খেলেন সৌম্য। অপরদিকে ৬ চার ও ২ ছয়ে ৩৮ বলে ৬২ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন অধিনায়ক মুশফিকুর রহিম।

সিলেটের হয়ে একটি করে উইকেট পান সোহাগ গাজী ও একেএস স্বাধীন।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।