ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

গেইল-স্টার্ক নেই আইপিএল নিলামে

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
গেইল-স্টার্ক নেই আইপিএল নিলামে

আন্তর্জাতিক ক্রিকেটের অনেক বড় বড় নাম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরের নিলামে নেই। টুর্নামেন্টটির  মেগা অকশনে উঠছে মোট ১২১৪ জন ক্রিকেটারের নাম।

তবে এতে ওয়েস্ট ইন্ডিজ তারকা ক্রিস গেইল ও অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্কের নাম নেই।

এবারের আসরে খেলতে আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত নিলামে নাম দেননি স্টার্ক। আর অজানা কারণে নিলামে নাম নেই ‘ইউনিভার্স বস’ খ্যাত ক্রিস গেইলের।

ইংল্যান্ডের বেন স্টোকস, জোফরা আর্চার, স্যাম কারান, ক্রিস ওকস ও জো রুট আইপিএলে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন।

গতবারের মতো এবারো নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি। সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান সর্বোচ্চ ভিত্তিমূল্যেই নিলামে আছেন। ৪৯ জন ক্রিকেটারকে রাখা হয়েছে সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে।

এবারের নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি, ব্যাঙ্গালুরুতে। গত আসরেও সাকিবের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। তবে মোস্তাফিজের ভিত্তিমূল্য আগের আসরে ছিল ১ কোটি রুপি।  মোহাম্মদ নবী, মার্নাস লাবুশানে, লিয়াম লিভিংস্টোন, ডেভন কনওয়ের মতো তারকা উঠছেন ১ কোটির ভিত্তিমূল্যে।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।