ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

সিলেট সানরাইজার্সে খেলবেন সিমন্স

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৮, জানুয়ারি ১৫, ২০২২
সিলেট সানরাইজার্সে খেলবেন সিমন্স

লেন্ডন সিমন্সকে সরাসরি সাইনিংয়ে দলে নিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি সিলেট সানরাইজার্স। এক বিবৃতিতে ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডার ব্যাটসম্যানের অন্তর্ভুক্তির খবর জানিয়েছে সিলেট কর্তৃপক্ষ।

 

এবারের প্লেয়ার্স ড্রাফটের আগে সিলেট দলে ভিড়িয়েছিল দেশি তারকা তাসকিন আহমেদকে। এছাড়া বিদেশি ক্যাটাগরিতে সরাসরি সাইনিং করা হয়েছিল শ্রীলঙ্কার দীনেশ চান্দিমাল, ওয়েস্ট ইন্ডিজ কেসরিক উইলিয়ামস ও দক্ষিণ আফ্রিকার কলিন ইনগ্রামকে। যদিও চান্দিমালকে পাওয়া যাবে কিনা সে নিয়ে সংশয় আছে এখনো।

এদিকে আগামী ২১ জানুয়ারি পর্দা উঠবে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম আসরের। এবারের আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ ফেব্রুয়ারি। ঢাকা, সিলেট, চট্টগ্রামে হবে বিপিএলের ম্যাচগুলো। ফাইনালসহ মোট ম্যাচ হবে ৩৪টি।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।