ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

ক্রিকেট

ধর্ষণ মামলা থেকে মুক্তি, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন ইয়াসিরের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
ধর্ষণ মামলা থেকে মুক্তি, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন ইয়াসিরের

গত বছরের ডিসেম্বর মাসে পাকিস্তানি বোলার ইয়াসির শাহের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে ক্রিকেটপাড়ায় তোলপাড় সৃষ্টি করেছিলেন এক কিশোরী। ইসলামাবাদের শালিমার পুলিশ স্টেশনে দায়ের করা সেই মামলা থেকে এবার রেহাই পেলেন পাকিস্তানি এই লেগ স্পিনার।

এক বিবৃতিতে ইসলামাবাদের শালিমার পুলিশ স্টেশন জানায়, অভিযোগকারী কিশোরী তার অভিযোগ থেকে ইয়াসিরের নাম তুলে নিয়েছেন। ঐ কিশোরী দাবি করেছেন, ইয়াসির এই কর্মকাণ্ডে যুক্ত ছিলেন না।

মামলা থেকে মুক্তি পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন ইয়াসির। গণমাধ্যমকে তিনি বলেন, ‘আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। এখন সবকিছু স্পষ্ট। এখন আমি খেলায় পূর্ণ মনোযোগ দিতে পারব। এই অভিযোগের কারণে আমার অনেক সমস্যা হচ্ছিল, যা খেলায়ও প্রভাব ফেলছিল। ’

গত বছর দায়ের করা মামলায় ১৪ বছর বয়সী ঐ কিশোরীর দাবি ছিল, আগ্নেয়াস্ত্র তাক করে জোর করে তাকে নিপীড়ন করেছেন ইয়াসির ও তার বন্ধু ফারহান। পরে বিষয়টি বুঝতে পেরে মামলা তুলে নেন মেয়েটি।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।