ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজ থেকে এই উইকেট ভালো ছিল: মাহমুদউল্লাহ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২১
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজ থেকে এই উইকেট ভালো ছিল: মাহমুদউল্লাহ মাহমুদউল্লাহ। ছবি: শোয়েব মিথুন

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে চরম নাটকীয়তার পর ৫ উইকেটে হেরে যায় বাংলাদেশ। যদিও ইনিংসের শেষ ওভারে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ৩ উইকেট নিয়ে ম্যাচ জমিয়ে তুলেছিলেন।

তবে ৩ বছর পর ঘরের মাঠ হোয়াইটওয়াশ ঠেকানো যায়নি।

সোমবার (২২ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হয় দু’দল। যেখানে প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১২৪ করে বাংলাদেশ। জবাবে ৫ উইকেট হারিয়ে শেষ বলে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।

ম্যাচ শেষে এই হারে হতাশা ঝরে মাহমুদউল্লাহর কণ্ঠে। তিনি বলেন, ‘কিছুটা তো হার্টব্রেকিং। অলমোস্ট খুব ক্লোজে গিয়েছিলাম। দুর্ভাগ্যজনক হয়নি। ’

এবারের সিরিজে বাংলাদেশ তিন ম্যাচেই প্রথমে ব্যাট করে। তবে সিনিয়রদের অনুপস্থিতি ও অন্যদের ব্যটিং ব্যর্থতায় কোনো ম্যাচেই ভালো সংগ্রহ পায়নি। তিন ম্যাচে যথাক্রমে ১২৭, ১০৮ ও ১২৪ রান করে। তবে মাহমুদউল্লাহ স্বীকার করেন এই মিরপুরের মাঠেই অনুষ্ঠিত গত অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজের চেয়ে এবারের উইকেট ভালো ছিল।

তিনি আরও বলেন, ‘উইকেট বেটার ছিল (অস্ট্রেলিয়া–নিউজিল্যান্ড সিরিজের চেয়ে)। যদি দুটি শেষ সিরিজের সঙ্গে এটির তুলনা করা হয় তাহলে বলব এটা বেটার উইকেট ছিল। ’ 

তবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতার পর দল মানসিক ভাবে ভালো ছিল বলে বিশ্বাস করেন দলনেতা, ‘আমার মনে হয় এক–দুটা ম্যাচ যদি জেতা যেত তাহলে টিমের আত্মবিশ্বাসটা আরও ভালো থাকত। যেরকম অস্ট্রেলিয়া–নিউজিল্যান্ড সিরিজের সময় আমাদের ড্রেসিংরুমটা উৎফুল্ল ছিল। অবশ্যই দল হারলে সব টিমমেটরই খারাপ লাগে। অনেক ডাউট ক্রিয়েট হয়। আমার মনে হয় ছেলেরা সবাই চেষ্টা করেছে, আমার মনে হয় জানপ্রাণ দিয়ে চেষ্টা করেছে। দুর্ভাগ্যজনকভাবে ফলটা আমাদের পক্ষে আসেনি। ’

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২১
এমএমএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।