ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ক্রিকেট

করতালি দিয়ে বাংলাদেশকে অভিনন্দন জানাল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৮ ঘণ্টা, আগস্ট ৩, ২০২১
করতালি দিয়ে বাংলাদেশকে অভিনন্দন জানাল অস্ট্রেলিয়া টাইগারদের করতালি দিয়ে অভিনন্দন জানায় অজি ক্রিকেটার থেকে শুরু করে কোচ, স্টাফ সবাই। ছবি: শোয়েব মিথুন

নিজেদের টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ২৩ রানে জিতেছে বাংলাদেশ।

শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩১ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ১০ উইকেট হারিয়ে ১০৮ রানে থামে অজিদের ইনিংস।

এই জয়ে ৫ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।  

এর আগে দুই দল এই ফরম্যাটে ৪ বার মুখোমুখি হলেও প্রতিটি ম্যাচ ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে। সবগুলো ম্যাচেই জয় তুলে নিয়েছিল অস্ট্রেলিয়া। অর্থাৎ পঞ্চমবারের দেখায় অজিদের হারালো বাংলাদেশ।

ম্যাচ শেষে টাইগারদের করতালি দিয়ে অভিনন্দন জানায় অজি ক্রিকেটার থেকে শুরু করে কোচ, স্টাফ সবাই।

বুধবার (০৪ আগস্ট) সিরিজের দ্বিতীয় ম্যাচে একই ভেন্যুতে মুখোমুখি হবে দুদল।

বাংলাদেশ সময়: ২৩০৪ ঘণ্টা, ০৩ আগস্ট, ২০২১
এমএমএস   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।