ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

ক্রিকেট

কোনো দলকেই ছোট করে দেখেন না মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৭, মে ১৯, ২০২১
কোনো দলকেই ছোট করে দেখেন না মোস্তাফিজ অনুশীলনে মোস্তাফিজ। ছবি: শোয়েব মিথুন

বর্তমানে শক্তিমত্তার বিচারে ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে কিছুটা এগিয়ে থেকে সিরিজ শুরু করবে বাংলাদেশ। এমনটি মেনে নিচ্ছে বাংলাদেশ পেসার মোস্তাফিজুর রহমানও।

তবে মাঠের লড়াইয়ে কোনো দলকেই ছোট করে দেখার সুযোগ নেই বলে জানালেন এই বাঁহাতি পেসার।

৫০ ওভারের সংস্করণে টাইগাররা বরাবরই বেশ আত্মবিশ্বাসী দল। আর ঘরের  মাঠে তাদের সবশেষ ওয়ানডে সিরিজ হার ছিল সেই ২০১৬ সালে। সব মিলিয়েই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে স্বাগতিকরা এগিয়ে থাকবে এমনটি বলাই যায়।

বাংলাদেশ আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এখন সাতে রয়েছে, শ্রীলঙ্কা নয় নম্বরে। নতুন অধিনায়ক ও সহ-অধিনায়কের নেতৃত্বে তরুণ দল নিয়ে এই সিরিজ থেকে ওয়ানডেতে নতুন যাত্রা শুরু হচ্ছে লঙ্কানদের। বাংলাদেশ সেখানে পাচ্ছে পূর্ণ শক্তির দল, অভিজ্ঞতায় যারা এগিয়ে বেশ।

বুধবার (১৯ মে) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলন শেষে লঙ্কানদের বিপক্ষে সিরিজের সম্ভাবনার প্রসঙ্গে মোস্তাফিজ বলেন,‘আন্তর্জাতিক ক্রিকেট যারা খেলছে, কেউ ছোটখাটো নয়। আমার মনে হয়, আমরা দুই দল সমান। দল তো আমি কোনোটাই ছোট দেখি না। দিনশেষে তো আমাদের জিততেই হবে, না?’

এদিকে দেশের মাঠের সমীকরণ মনে করানোর পর অবশ্য নিজেদের কিছুটা এগিয়ে রাখলেন কাটার মাস্টার। তবে বেশ সতর্কতার সাথে বলেন.‘আমাদের দেশে আমরা বেশি ম্যাচ জিতেছি, অবশ্যই তাই আমরা এগিয়ে থাকব ওই দিক থেকে। (সিরিজ জয়) সম্ভব তো শতভাগ দেখছি। এখন পারফর্ম করাটাই গুরুত্বপূর্ণ। ’

এদিকে সবশেষ দেশের মাঠে দুই সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এবারও সেটা হ্যাটট্রিক সম্ভব কিনা? তিনি বলেন,‘এটা খেলার পরে বলতে পারব, খেলার আগে বলতে পারব না। ’

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, মে ১৯, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।