ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

ক্রিকেট

জেলা প্রশাসক টি-২০ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
জেলা প্রশাসক টি-২০ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু .

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে জেলা প্রশাসক টি-টোয়েন্টি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসরের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রাঙ্গণ থেকে ১৬টি দলের অংশগ্রহণে জেলা প্রশাসক টি-টোয়েন্টি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের আনন্দ শোভাযাত্রা শুরু হয়।

শোভাযাত্রটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

জেলা প্রশাসকের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় খাগড়াছড়ি স্টেডিয়াম মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক হাবিব উল্লাহ মারুফের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- খাগড়াছড়ির পুলিশ সুপার মোহাম্মদ, আবদুল আজিজ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা প্রমুখ।

টুর্নামেন্টে ১৬টি দলের অংশগ্রহণে লীগ পদ্ধতিতে চারটি গ্রুপে অংশগ্রহণকারী খেলোয়াড়রা দল বদল করেন। উদ্বোধনী খেলায় প্রজন্ম স্পোর্টিং ক্লাব ও গোল্ডেন স্টার ক্লাবের মুখোমুখি হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
এডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।