ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

যে ৫ লজ্জার রেকর্ডে নাম লেখালেন কোহলিরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২০
যে ৫ লজ্জার রেকর্ডে নাম লেখালেন কোহলিরা মাঠ ছাড়ছেন হতাশ কোহলি/ছবি: সংগৃহীত

অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটের ব্যবধানে হেরেছে ভারত। কিন্তু জয়-পরাজয় ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে কোহলিদের মাত্র ৩৬ রানেই গুটিয়ে যাওয়া।

এটাই আবার ভারতের টেস্ট ইতিহাসের সর্বনিম্ন স্কোর।  

ম্যাচের তৃতীয় দিনের প্রথম সেশনেই গুটিয়ে যাওয়ার আগে মাত্র ২১.১ ওভার ব্যাটিং করেছে ভারত। আগের দিন দলীয় ৭ রানে বিদায় নিয়েছিলেন ওপেনার পৃথ্বী শ, ১ উইকেটে ৯ রান নিয়ে দিন শেষ করেছিল ভারত। কিন্তু ৬২ রানের লিড নিয়ে তৃতীয় দিনে ব্যাট করতে নেমে মাত্র ২৭ রান যোগ হতেই নেই আরও ৮ উইকেট। শেষ ব্যাটসম্যান হিসেবে মোহাম্মদ শামি রিটায়ার্ড হার্ট হয়ে ফিরলে ৩৬ রানেই শেষ হয় ভারতের দ্বিতীয় ইনিংস।  

অস্ট্রেলিয়ার দুই পেসার জশ হ্যাজেলউড এবং প্যাট কামিন্স মিলে ভারতের ৯ উইকেট তুলে নেন। এর মধ্যে হ্যাজেলউড মাত্র ৮ রান খরচে নেন ৫ উইকেট, কামিন্সের ৪ উইকেট আসে ২১ রান খরচে। এরপর ব্যাট হাতে বাকি কাজ সারেন অস্ট্রেলিয়ার জো বার্নস (অপরাজিত ৫১) ও ম্যাথু ওয়েড (৩৩)। যদিও ওয়েড এবং লাবুশানে (৬) ইনিংস বড় করতে পারেননি, তবু বার্নস ফিফটি তুলে নেওয়ার পথে অজিদের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন।

অত্যন্ত বাজে ব্যাটিং বিপর্যয়ের ম্যাচে বেশকিছু রেকর্ডে নাম তুলেছে ভারত। তবে এগুলো এমন সব রেকর্ড যা মনে করে লজ্জাই পাবেন কোহলিরা।  

১. টেস্ট ক্রিকেটে ভারতের সর্বনিম্ন স্কোর
অ্যাডিলেডে ভারতের ৩৬ রান তাদের টেস্ট ইতিহাসের সর্বনিম্ন স্কোর। ১৯৭৪ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে করা ৪২ রান ছিল আগের রেকর্ড। ওই ম্যাচটি ইনিংস ও ২৮৫ রানে জিতেছিল ইংলিশরা।

২. ৬৫ বছরে কোনো দলের সর্বনিম্ন স্কোর
ভারতের ৩৬ রান টেস্ট ক্রিকেটের বিগত ৬৫ বছরে সর্বনিম্ন স্কোর। ১৯৫৫ সালে অকল্যান্ডে ইংল্যান্ডের বিপক্ষে ২৬ রানে গুটিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। এটাই টেস্টে কোনো দলের এখন পর্যন্ত সর্বনিম্ন স্কোর।

৩. এক ইনিংসে কোনো ব্যাটসম্যানের দুই অংক ছুঁতে না পারা
অ্যাডিলেডে নিজেদের দ্বিতীয় ইনিংসে ভারতের কোনো ব্যাটসম্যানই দুই অংক ছুঁতে পারেননি। ওপেনার ময়াঙ্ক আগারওয়ালের ৯ রানই সর্বোচ্চ ইনিংস। ভারতীয় ব্যাটসম্যানদের ইনিংসগুলো পরপর সাজালে দাঁড়ায়- ৪, ৯, ২, ০, ৪, ০, ৮, ৪, ০, ৪, ১। সর্বশেষ এমন দৃশ্য দেখা গেছে ৯৬ বছর আগে। ১৯২৪ সালের জুনে এজবাস্টন টেস্টে ইংলিশদের বিপক্ষে ৩০ রানে অলআউট হয়েছিল দক্ষিণ আফ্রিকা। ওই ইনিংসে হার্বি টেইলরের ৭ রানই ছিল সর্বোচ্চ। তবে মজার ব্যাপার হলো, এক্সট্রা থেকেই এসেছিল ১১ রান।

৪. যৌথভাবে টেস্ট ক্রিকেটের পঞ্চম সর্বনিম্ন স্কোর
ভারতের ৩৬ রান টেস্ট ইতিহাসে যৌথভাবে পঞ্চম সর্বনিম্ন স্কোর। সমান ৩৬ রান আছে আরও দুই দলের। মাঝে ৩০ রানে দুবার অলআউট হয়েছে দক্ষিণ আফ্রিকা। সেই হিসেবে ভারতের বর্তমান অবস্থান সপ্তম।  

১৯৫৫ সালের ২৫ মার্চ ইংলিশদের বিপক্ষে নিউজিল্যান্ডের মাত্র ২৬ রানে গুটিয়ে যাওয়া সর্বনিম্ন ইনিংসের রেকর্ডের তালিকায় শীর্ষে অবস্থান করছে। ৩০ রান নিয়ে তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে দক্ষিণ আফ্রিকা। এই লজ্জার কীর্তিতে তারা যথাক্রমে ১৮৯৬ ও ১৯২৪ সালে নাম লিখিয়েছে।  

ভারতের মতোই সমান ৩৬ রানে অলআউট হওয়ার রেকর্ড আছে অস্ট্রেলিয়ারও। তবে সেটা ১৯০২ সালের ২৯ মে'র ঘটনা। প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। একই লজ্জায় ডুবেছে দক্ষিণ আফ্রিকাও (১৯৩২ সালে)। এছাড়া ১৮৯৯ সালের ১ এপ্রিল ৩৫ রানে (ইংলিশদের বিপক্ষে) অলআউট হয়েছিল প্রোটিয়ারা। অর্থাৎ, সর্বনিম্ন ইনিংসের তালিকায় প্রথম সাতটির চারটিই দক্ষিণ আফ্রিকার দখলে।

৫. সবচেয়ে কম রানে ষষ্ঠ উইকেট পতন
অ্যাডিলেডে দলীয় ১৯ রানেই ৬ উইকেট হারিয়েছে ভারত। ষষ্ঠ উইকেট হারানোর ক্ষেত্রে এটাই দলটির সর্বনিম্ন স্কোর। এর আগে ১৯৯৬ সালের ডিসেম্বরে ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৫ রানে ৬ উইকেট হারিয়েছিল ভারত। ওই ম্যাচে ভারত ৬৬ রানেই গুটিয়ে গিয়েছিল।  

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।