ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজে দর্শক উপস্থিতির কথা ভাবছে বিসিবি

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২০
ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজে দর্শক উপস্থিতির কথা ভাবছে বিসিবি

আগামী জানুয়ারি মাসে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল। করোনার দীর্ঘ বিরতির পর এই সিরিজ দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে টাইগাররা।

 

করোনা মহামারির কারণে দর্শকশূন্য স্টেডিয়ামেই শুরু হয়েছিল ক্রিকেট কিন্তু ধীরে ধীরে দর্শকদের মাঠে ফেরানো হচ্ছে। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি সিরিজে দেখা গেছে দর্শকের উপস্থিতি। এবার ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও দর্শকদের উপস্থিতির কথা চিন্তা করছে বাংলদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শুক্রবার (১৮ ডিসেম্বর) মিরপুরে সাংবাদিকদের একথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানান, দর্শকরা যদি সামাজিক দুরত্ব বজায় রেখে খেলা দেখতে পারেন তবে সীমিত পরিসরে দর্শক গ্যালারিতে দেখা যেতে পারে।    

পাপন বলেন, 'আমরা যদি মনে করি যে দর্শকরা নিয়ম-কানুন (স্বাস্থ্যবিধি) মেনে চলবেন, তাহলে অবশ্যই এটা হতেই পারে (দর্শক উপস্থিতি)। এমনও তো হতে পারে তারা মানছে না, ওই রকম পরিস্থিতি আমাদের ক্রিকেটে হোক সেটা আমরা চাই না। ডিসিপ্লিনড দর্শক যদি পাওয়া যায় এবং আমরা যদি মনে করি সেটা হবে, তাহলে অবশ্যই আস্তে আস্তে তাহলে আমরা এটাকে বাস্তবায়ন করতে পারবো। '

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২০
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।