ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

করোনা আক্রান্ত গাভাস্কারের ওপেনিং সঙ্গী চৌহান 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৬, জুলাই ১২, ২০২০
করোনা আক্রান্ত গাভাস্কারের ওপেনিং সঙ্গী চৌহান  চেতন চৌহান

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার এবং উত্তর প্রদেশ ক্যাবিনেট মন্ত্রী চেতন চৌহান। ১৯৭০ দশকের শেষদিকে কিংবদন্তি ব্যাটস্যান সুনীল গাভাস্কারের নিয়মিত ওপেনিং সঙ্গী ছিলেন তিনি। 

শনিবার (১১ জুলাই) রাতে চৌহান করোনায় আক্রান্ত হওয়ার খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান সাবেক ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া ও আরপি সিং। উভয়ে নিজেদের অফিসিয়াল টুইটারে ৭২ বছর বয়সী সাবেক ওপেনিং ব্যাটসম্যানের দ্রুত আরোগ্য কামনা করেন।

 

শুক্রবার (১০ জুলাই) লক্ষ্ণৌর সঞ্জয় গান্ধী পিজিআই হাসপাতালে কোভিড-১৯ টেস্ট করান চৌহান। পরেরদিন রিপোর্ট পজিটিভ আসে। তার পরিবারের অন্যান্য সদস্যদেরও করোনা পরীক্ষা করা হয়েছে এবং স্বেচ্ছা-আইসোলেশনে রাখা হয়েছে।  

ভারত জাতীয় ক্রিকেট দলের হয়ে ৪০টি টেস্ট খেলে ১৬ ফিফটিতে ২০৮৪ রান করেছেন চৌহান। ৭ ওয়ানডে ক্যারিয়ারে করেছেন ১৫৩ রান।  

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, জুলাই ১২, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।