ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

বাটলারকে অর্থদণ্ড দিল আইসিসি 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৪০, জানুয়ারি ১০, ২০২০
বাটলারকে অর্থদণ্ড দিল আইসিসি  বাটলার-ফিল্যান্ডার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের সময় অশ্লীল বাক্য ব্যয়ের জন্য ম্যাচ ফি’র ১৫ শতাংশ কাটা যাচ্ছে জস বাটলারের। ইংল্যান্ড উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে এই শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। 

নিউল্যান্ডে দ্বিতীয় টেস্টের পঞ্চমদিনে পরাজয় এড়ানোর জন্য লড়ছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে জয়ের জন্য ওঠে পড়ে লাগে ইংল্যান্ড।

এমন সময় প্রোটিয়া অলরাউন্ডার ভারনন ফিল্যান্ডারকে উদ্দেশ্য করে অশ্লীল কথা বলেন বাটলার। তার এই মৌখিক তিরস্কার ধরা পড়ে স্টাম্প মাইকে।  

অর্থদণ্ডের পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন ২৯ বছর বয়সী বাটলার। দুই বছরের মধ্যে যদি কোনো ক্রিকেটার ৪টি ডিমেরিট পান তবে আইসিসি’র নিয়ম অনুযায়ী নিষিদ্ধও হবেন।

নিউল্যান্ডের টেস্টটিতে অবশ্য জয় পেয়েছে ইংল্যান্ডই। প্রোটিয়াদের ১৮৯ রানে হারিয়ে চার টেস্ট সিরিজে ১-১ ব্যবধানে সমতায় ফিরেছে জো রুটরা।  

দুই দলের তৃতীয় টেস্ট শুরু হবে ১৬ জানুয়ারি, পোর্ট এলিজাবেথে।  

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।