ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩২, ০৮ অক্টোবর ২০২৫, ১৫ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়ে আসিফ-ইমাম জুটির বিদায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:০১, সেপ্টেম্বর ২৭, ২০১৮
স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়ে আসিফ-ইমাম জুটির বিদায় উইকেট পতনের পর টাইগারদের উল্লাস

ক্রমেই উইকেটে জাঁকিয়ে বসা ইমাম-আসিফ জুটি ভেঙে স্বস্তি ফেরালেন মেহেদি হাসান মিরাজ ও মাহমুদউল্লাহ। আগের ওভারে মিরাজের শিকার হয়ে ফেরেন আসিফ। পরের ওভারেই প্রায় একই কায়দায় স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলে ১০৫ বলে ৮৩ রান করা পাকিস্তানের ওপেনার ইমামকে বিদায় করেন মাহমুদউল্লাহ।

ক্রিজ থেকে বের হয়ে আসা আসিফকে (৩১) ক্লাসিক অফ স্পিনের ফ্লাইটে পরাস্ত করেন মিরাজ। দারুণ ক্ষিপ্রতায় স্ট্যাম্পিং করে দেন উইকেটরক্ষক লিটন দাস।

১৬৫ রানে ষষ্ঠ উইকেটের পতন ঘটে পাকিস্তানের। পরের ওভারেই ক্রিজ ছেড়ে এগিয়ে আসা ইমামকে বিদায় করেন মাহমুদউল্লাহ। স্ট্যাম্পিংয়ে সেই লিটন। ১৬৭ রানে ৭ উইকেট হারিয়েছে পাকিস্তান।
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।