ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

দেশে ফিরে যাচ্ছেন ম্যাথিউজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
দেশে ফিরে যাচ্ছেন ম্যাথিউজ ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বাংলাদেশে চলমান ত্রিদেশীয় সিরিজ দিয়ে শ্রীলঙ্কা দলের রঙ্গিণ পোশাকের নেতৃত্বে ফিরেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। তবে প্রত্যাবর্তনটা সুখকর হলো না, সিরিজের মাঝেই ছিটকে যেতে হলো। সর্বশেষ ডাক্তারের পরামর্শে দেশে ফিরে যাচ্ছেন তিনি।

জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেই হ্যামিস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হন ম্যাথিউজ। পরে তার পরিবর্তে বাংলাদেশ দলের বিপক্ষে দলকে নেতৃত্ব দেন দিনেশ চান্দিমাল।

পরবর্তীতে জানা যায় সিরিজের বাকি ম্যাচগুলোতেও মাঠে নামতে পারবেন না লঙ্কান এই অধিনায়ক।

রোববার (২১ জানুয়ারি) জিম্বাবুয়ের বিপক্ষে ফের মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা। এ ম্যাচে হেরে গেলে ফাইনালে যাওয়া হবে না হাথুরুসিংহের শিষ্যদের। কেননা প্রথম দুই ম্যাচেই দলটি হারের স্বাদ পেয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, ২১ জানুয়ারি, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।