ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

জিম্বাবুয়ের বাংলাদেশ সফরে টেইলর-জার্ভিস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৬ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৮
জিম্বাবুয়ের বাংলাদেশ সফরে টেইলর-জার্ভিস ছবি:সংগৃহীত

বাংলাদেশে আসন্ন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজকে ঘিরে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। যেখানে প্রায় তিন বছর পর দলে ফিরেছেন এক সময়ের দুর্দান্ত ব্যাটসম্যান ব্র্যান্ডন টেইলর। আর পাঁচ বছর পর ফিরলেন ফাস্ট বোলার কাইল জার্ভিস।

শক্তিশালী দল গঠনে জিম্বাবুয়ে অবশ্য দুই নতুন মুখকে নিয়েছে। এরা হলেন, ২০ বছর বয়সী লেগস্পিন অলরাউন্ডার ব্র্যান্ডন মাভুতা ও ১৯ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটসম্যান রায়ান মারে।

গত বছর জিম্বাবুয়ের ওয়ানডেতে দুর্দান্ত কেটেছে। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জিতেছে দলটি। তবে বিস্ময়ের ব্যাপার সেই দলের সাতজনকেই এই স্কোয়াডে নেওয়া হয়নি।

এদিকে টেইলর ২০১৫ সালে বিশ্বকাপে সর্বশেষ জাতীয় দলের রঙ্গিন পোশাকে খেলেছিলেন। আর জার্ভিস তো ২০১৩ সালে! এরা দু’জনেই দেশের অর্থনৈতিক সংকটের কারণে ইংল্যান্ডে কলপাক চুক্তিতে খেলেছিলেন।

বাংলাদেশে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে অন্য দলটি হলো শ্রীলঙ্কা। আগামী ১৫ জানুয়ারি থেকে সিরিজটি শুরু হবে।

জিম্বাবুয়ে দল: হ্যামিল্টন মাসাকাদজা, সলোমান মায়ার, ক্রেইগ আরভিন, ব্র্যান্ডন টেইলর, সিকান্দার রাজা, পিটার মুর, ম্যালকম ওয়ালার, গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), রায়ান মারে, টেন্ডাই চিসুরু, ব্র্যান্ডন মাভুতা, ব্লেসিং মুজারবানি, ক্রিস্টোফার এমপুফু, চেন্ডাই চাতারা, কাইল জার্ভিস।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।