ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

বিসিএলের প্রথম তিন রাউন্ডের সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৮, জানুয়ারি ৭, ২০১৮
বিসিএলের প্রথম তিন রাউন্ডের সূচি প্রকাশ ...

লঙ্গার ভার্সনের ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম তিন রাউন্ডের সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ৯ জানুয়ারি থেকে চার দিন ব্যাপী প্রথম রাউন্ডের ম্যাচ শুরু হবে।

অংশগ্রহনকারী চারটি দল হলো বিসিবি (নর্থ জোন), ওয়ালটন (সেন্ট্রাল জোন), প্রাইম ব্যাংক (সাউথ জোন) ও ইসলামি ব্যাংক (ইস্ট জোন)।

সিলেট আন্তর্জাতি ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হবে বিসিবি ও ওয়ালটন।

একই দিন বিকেএসপিতে প্রাইম ব্যাংকের মুখোমুখি হবে ইসলামি ব্যাংক। ১২ জানুয়ারি পর্যন্ত চলবে ম্যাচ দুটি।

১৫ জানুয়ারি সিলেটে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে লড়বে বিসিবি ও ইসলামি ব্যাংক। আর বিকেএসপিতে একই দিন মুখোমুখি হবে প্রাইম ব্যাংক ও ওয়ালটন।

দুই দিন বিশ্রাম নিয়ে ২১ জানুয়ারি শুরু হবে তৃতীয় রাউন্ড। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে বিসিবি খেলবে প্রাইম ব্যাংকের বিপক্ষে। একই দিন খুলনায় শেষ আবু নাসের স্টেডিয়ামে ইসলামি ব্যাংকের প্রতিপক্ষ হিসেবে নামবে ওয়ালটন।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, ০৭ জানুয়ারি, ২০১৮
এমএমএস/এইচএল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।