ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

কোহলির সামনে শুধুই ব্যাটিং জিনিয়াস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৫, অক্টোবর ২২, ২০১৭
কোহলির সামনে শুধুই ব্যাটিং জিনিয়াস ছবি: সংগৃহীত

ওয়ানডে ফরমেটে সেঞ্চুরির তালিকায় অস্ট্রেলিয়ার সাবেক দলপতি রিকি পন্টিংকে টপকে গেলেন ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। রোববার (২২ অক্টোবর) নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি করে পন্টিংকে টপকে গেলেন কোহলি।

ওয়ানডে ক্যারিয়ারের ২০০তম ম্যাচে সেঞ্চুরি করেছেন কোহলি। তিন নম্বরে ব্যাট হাতে নেমে কোহলি করেন ১২১ রান।

তার ১২৫ বলে সাজানো ইনিংসে ছিল ৯টি চার আর দুটি ছক্কার মার। ক্যারিয়ারের ৩১তম সেঞ্চুরির দেখা পান কোহলি।

কোহলির আগে এখন শুধুই ভারতের ব্যাটিং জিনিয়াস শচীন টেন্ডুলকার। সর্বোচ্চ ৪৯টি সেঞ্চুরি নিয়ে তালিকায় এক নম্বরে লিটল মাস্টার। এতোদিন ৩০টি সেঞ্চুরি নিয়ে দুইয়ে ছিলেন পন্টিং।

শ্রীলঙ্কার ব্যাটিং গ্রেট সনাথ জয়সুরিয়া ২৮ সেঞ্চুরি নিয়ে তালিকায় চার নম্বরে। আর ২৬ সেঞ্চুরি নিয়ে তালিকায় পাঁচে দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা। ২৫টি সেঞ্চুরি নিয়ে ছয়ে এবিডি ভিলিয়ার্স ও সাতে শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ২২ অক্টোবর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।