ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩২, ০৫ অক্টোবর ২০২৫, ১২ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

কোহলির ‍মুখে ভারতের সাফল্য-রহস্য

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:২৯, অক্টোবর ৯, ২০১৭
কোহলির ‍মুখে ভারতের সাফল্য-রহস্য ছবি: সংগৃহীত

সাম্প্রতিক সময় ‍জুড়ে ভারতীয় ক্রিকেট দলের সাফল্য ঈর্ষা করার মতোই। সব ফরমেটেই আধিপত্য তাদের। শ্রীলঙ্কার মাটিতে ৩-০ তে টেস্ট সিরিজ জয়ের পর পাঁচটি ওয়ানডে ও একমাত্র টি-২০ জিতে সীমিত ওভারে আরেকটি হোয়াইটওয়াশ। এরপর ঘরের মাটিতে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে ওডিআই সিরিজ হারিয়েছে টিম ইন্ডিয়া।

সবশেষ তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিও দাপটের সঙ্গে জিতে লিড নিয়েছে বিরাট কোহলির দল। এটি অজিদের বিপক্ষে টি-টোয়েন্টিতে টানা নবম জয়।

এমন সাফল্যের পেছনে নিজের ভাবনাগুলো প্রকাশ করেছেন কোহলি। দলীয় ফর্ম ও ফরমেট অনুযায়ী খেলোয়াড় বাছাইয়ে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তকে বড় করে দেখছেন তিনি।

শ্রীলঙ্কা সফরের শুরু থেকে স্পিনার কুলদীপ যাদব ও জুগেন্দ্র চাহাল দলের জন্য কার্যকরী ভূমিকা রাখছেন বলে মনে করেন কোহলি, ‘এটা শুধুমাত্র দলীয় প্রচেষ্টা নয় ম্যানেজমেন্ট গ্রুপেরও ভূমিকা রয়েছে, যারা একটি গ্রেট আইডিয়া দিয়েছে। ভিন্ন ফরমেটে স্পেশালিস্ট খেলোয়াড় বাছাই করেছে, রসহ্যময় (কুলদীপ) বোলার নিয়েছে, তাদেরকে আত্মবিশ্বাস জুগিয়েছে। তারা একটি ম্যাচে রান দিতে পারে, কিন্তু সবসময়ই ঘুরে দাঁড়ানোর সামর্থ্য রাখে। ’

দুই পেস আইকন ভুবনেশ্বর কুমার ও জাসপ্রিত বুমরাহর ভূয়সী প্রশংসাই করেছেন কোহলি, ‘সীমিত ওভারে ভুবি (ভুবনেশ্বর) ও বুমরাহ দুর্দান্ত। আপনাকে ইয়োর্কার ও স্লোয়ার বল সঠিকভাবে করতে হবে এবং সেই স্কিল থাকা আবশ্যক। কিন্তু একই সঙ্গে বুদ্ধিদীপ্ত বিচক্ষণতার বিকল্প নেই, অবশ্যই নিখুঁতভাবে মাথা খাটাতে হবে, ব্যাটসম্যান যেন ভুল জায়গায় হিট করে। ’

আগামী মঙ্গলবার (১০ অক্টোবর) এক ম্যাচ হাতে রেখে টি-২০ সিরিজ নিশ্চিতের লক্ষ্যে ‍মাঠে নামবে স্বাগতিক শিবির। গুয়াহাটিতে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচটি শুরু হবে। তিনদিন পর হায়দ্রাবাদে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।  

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, ৯ অক্টোবর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ