ঢাকা, সোমবার, ১৪ আশ্বিন ১৪৩২, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

গতির রাজা তাসকিনের হ্যাটট্রিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৭, মার্চ ২৮, ২০১৭
গতির রাজা তাসকিনের হ্যাটট্রিক ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টাইগার পেসার তাসকিন আহমেদ দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন। তার শেষ ওভারেই লঙ্কানদের তিন ব্যাটসম্যান সাজঘরে ফেরেন। ৮.৫ ওভারে ৪৭ রান খরচায় চারটি উইকেট তুলে নেন তাসকিন।

বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এর আগে আরও চার ক্রিকেটার হ্যাটট্রিকের কীর্তি গড়েছিলেন। পঞ্চম টাইগার হিসেবে এবার এই কীর্তি গড়লেন নিয়মিতই গতির ঝড় তোলা তাসকিন।

লঙ্কানরা এক বল বাকি থাকতে ৩১১ রানে অলআউট হয়।

শেষ ওভারে মাশরাফি বল তুলে দেন তাসকিনের হাতে। প্রথম বলে সিঙ্গেল রান দিলেও দ্বিতীয় বলে বাউন্ডারির দেখা পায় লঙ্কানরা। তৃতীয় বলেই আসিলা গুনারত্নেকে সৌম্য সরকারের তালুবন্দি করেন তাসকিন। চতুর্থ বলে সুরাঙ্গা লাকমল ধরা পড়েন মোস্তাফিজের হাতে। আর হ্যাটট্রিক বলে তাসকিন ফেরান নুয়ান প্রদীপকে। তাও আবার সরাসরি বোল্ড করে।

এ বছর আর কোনো বোলার ওয়ানডেতে হ্যাটট্রিক করতে পারেননি। সবশেষ ২০১৬ সালের আগস্টে এই শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে অস্ট্রেলিয়ান পেসার জেমস ফকনার হ্যাটট্রিক করেন।

বাংলাদেশি বোলারদের মধ্যে ওয়ানডেতে হ্যাটট্রিক করেছিলেন শাহাদাত হোসেন রাজিব, আবদুর রাজ্জাক, রুবেল হোসেন ও তাইজুল ইসলাম। ৪১তম ওয়ানডে হ্যাটট্রিকটি করলেন তাসকিন।

এর আগে ২০০৬ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের হয়ে প্রথম হ্যাটট্রিক করেন শাহাদাত। ঢাকায় ২০১০ সালে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে এই কীর্তিতে নাম লেখান স্পিনার রাজ্জাক। ঢাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১৩ সালে হ্যাটট্রিক করেন রুবেল হোসেন। আর একই ভেন্যুতে পরের বছর তাইজুল জিম্বাবুয়ের বিপক্ষে হ্যাটট্রিকের দেখা পান।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, ২৮ মার্চ ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ