ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

অজি দলে লিনের পরিবর্তে ডাঙ্ক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৫২, ফেব্রুয়ারি ৯, ২০১৭
অজি দলে লিনের পরিবর্তে ডাঙ্ক ক্রিস লিন-ছবি:সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ছিটকে গেছেন টপঅর্ডার ব্যাটসম্যান ক্রিস লিন। তার পরিবর্তে অস্ট্রেলিয়ান দলে যোগ দিয়েছেন বেন ডাঙ্ক। সদ্য শেষ হওয়া বিগ ব্যাশ লিগে সর্বোচ্চ রান করেছেন ডাঙ্ক।

গত সপ্তাহে অনুশীলনের সময় ঘাড়ে চোট পান ডানহাতি ব্যাটসম্যান লিন। আর ডাঙ্ক ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জাতীয় দলের হয়ে অভিষেক টি-২০ খেলেছিলেন।

কিন্তু সেবার পারফরম্যান্স খারাপ করায় বাদ পড়তে হয়েছিল।

১৭ ফেব্রুয়ারি মেলবোর্নে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর জিলংয়ে দু’দল যাত্রা করবে। আর ২২ ফেব্রুয়ারি সিরিজের শেষ ম্যাচ মাঠে গড়াবে।

এই সিরিজে অস্ট্রেলিয়ার প্রথম সারির প্রায় কোনো ক্রিকেটারই থাকছে না। কারণ ২৩ ফেব্রুয়ারি তথা শেষ ম্যাচের একদিন পরেই ভারত সফরে প্রথম টেস্ট খেলতে হবে অজিদের। তাই সাদা পোশাকের সিরিজকে বিবেচনায় রেখে লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় সারির দল নামাচ্ছে স্বাগতিকরা।

বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, ০৯ ফেব্রুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।