ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

প্রথম দিনের ৪০ ওভারে দেড়’শ করলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
প্রথম দিনের ৪০ ওভারে দেড়’শ করলো বাংলাদেশ ব্যাটিংয়ে অপরাজিত মুমিনুল-ছবি:সংগৃহীত

ওয়েলিংটনে নিউজিল্যান্ড বনাম বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্টের প্রথম দিনে বৃষ্টি ও আলোর স্বল্পতার কারণে খেলা হলো মাত্র ৪০.২ ওভার। যেখানে তামিম ইকবাল ও মুমিনুল হকের হাফসেঞ্চুরিতে তিন উইকেটে ১৫৪ রানে দিন শেষ করেছে বাংলাদেশ। মুমিনুল ৬৪ রানে অপরাজিত আছেন।

এদিন ম্যাচের ২৯তম ওভারে বৃষ্টি হামলা দেয়। খেলা আবার মাঠে গড়ালেও ৪১তম ওভারে আলো স্বল্পতা দেখা দেয়।

পরে মাঠের আম্পায়ার মারাইস এরাসমাস ও পল রেইফেল প্রথম দিনের খেলা সমাপ্তি ঘোষণা করেন।

এর আগে দিনের শুরুতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। ব্যাট হাতে তামিম ইকবাল আর ইমরুল কায়েস ক্রিজে আসেন। তবে বাংলাদেশ ইনিংসের প্রথম সেশনে টিম সাউদির প্রথম স্পেলের দ্বিতীয় ওভারেই প্রমাণ হয়ে যায় পিচ বিশ্লেষকদের বিশ্লেষণ। দুর্দান্ত বাউন্সে ক্যাচ ওঠাতে বাধ্য করেন ইমরুলকে। হয়তো বুঝিয়ে দিতে চাইলেন, ওয়েলিংটনের বেসিন রিজার্ভে এই টেস্টটা পেসারদেরই হবে।

এদিকে তামিম শুরুটা ভালই করেছিলেন। তামিমের ১৫ রানের সুবাদে তিন ওভার শেষে দলীয় সংগ্রহ তখন ১৬ রান। চতুর্থ ওভারে স্ট্রাইকে আসেন ইমরুল। টিজি সাউদি ওভারের চতুর্থ বলটি শর্ট লেন্থে দুর্দান্ত এক বাউন্স ছোঁড়েন। লেগ স্ট্যাম্পের ওপর বুক উচ্চতায় ওঠা বলটি হুক করতে যেয়ে নিয়ন্ত্রণ হারান ইমরুল। ব্যাটের মাঝখানে খোঁচা খেয়ে বাতাসে ভেসে ওঠে বল। সহজ ক্যাচ লুফে নেন কাছেই দাঁড়িয়ে থাকা বোল্ট। সাত বলে এক রানের সংগ্রহ নিয়ে মাঠ ছাড়েন ইমরুল।

এদিন ইমরুল দ্রুত আউট হয়ে গেলেও আরেক ওপেনার তামিম ছিলেন বেশ আগ্রাসী। ট্রেন্ট বোল্টের বলে এলবিডব্লিউ হওয়ার আগে তুলে নেন ক্যারিয়ারের ২০তম হাফসেঞ্চুরি। শেষে ১১টি চারের সাহায্যে ৫০ বলে ৫৬ রান করেন তিনি।  

দলীয় ৬০ রানে দুই উইকেট হারানোর পর টাইগারদের ইনিংসে মেরামতের কাজে লেগে পড়েন মুমিনুল ও রিয়াদ। দু’জনে বেশ সাবলীল ব্যাটিংয়ে মোকাবেলা করতে থাকেন কিউই বোলারদের। তবে বৃষ্টি বাধা এসে থামিয়ে দেয় ইনিংসের গতি।

বৃষ্টি বাধার পর ব্যাটিংয়ে নেমে হাফসেঞ্চুরি তুলে নেন ব্যাটসম্যান ‍মুমিনুল হক। তৃতীয় উইকেট জুটিতে মুমিনুল ও মাহমুদউল্লা রিয়াদ মিলে ৮৫ রানের কার্যকরী এক জুটি গড়েন। এরই মাঝে প্রিয় প্রতিপক্ষ কিউইদের বিপক্ষে ক্যারিয়ারের ১১তম হাফসেঞ্চুরি তুলে নেন মুমিনুল। তবে ব্যক্তিগত ২৬ রানে নেইল ওয়াগনারের বলে উইকেটরক্ষক বিজে ওয়াটলিংয়ে ক্যাচে পরিণত হয়ে ফেরেন রিয়াদ।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শুভাশীষ রায় ও কামরুল ইসলাম রাব্বি।

নিউজিল্যান্ড একাদশ: জিত রাভাল, টম লাথাম, কেন উইলিয়ামসন, রস টেইলর, হেনরি নিকোলস, কলিন ডি গ্র্যান্ডহোম, বিজে ওয়াটলিং, মিচেল স্ট্যান্টনার, টিম সাউদি, নেইল ওয়াগনার ও ট্রেন্ট বোল্ট।

বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, ১২ জানুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।