ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

আমিরাতে অজিদের ভারত সফরের প্রস্তুতি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৫ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৭
আমিরাতে অজিদের ভারত সফরের প্রস্তুতি আমিরাতে ভারত সফরের প্রস্তুতি সারবেন স্টিভেন স্মিথরা/ছবি: সংগৃহীত

প্রতিটি সফরকারী দলের জন্যই ভারত কঠিনতম গন্তব্য! চার ম্যাচের টেস্ট সিরিজে টিম ইন্ডিয়ার মুখোমখি হওয়ার আগে তাই সংযুক্ত আমিরাতে নিজেদের ঝালিয়ে নেবে অস্ট্রেলিয়া দল। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) টিম পারফরম্যান্স প্রধান প্যাট হওয়ার্ড বিষয়টি নিশ্চিত করেছেন।

যদিও এখনো দিনক্ষণ চূড়ান্ত হয়নি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) একাডেমিতে অনুশীলন করবে অজিরা।

হাওয়ার্ডের চোখে, অন্য সব জায়গার মতো ভারতে যাওয়াটা এক রকম নয়। দুবাইয়ে বিভিন্ন ধরনের পিচে (উইকেটে) ভালো প্রস্তুতি নেওয়া যাবে বলেই মনে করেন তিনি।

এক প্রতিক্রিয়ায় হাওয়ার্ড বলেন, ‘আইসিসি আসলেই ভালো কাজ করেছে। দুবাইয়ে তাদের বিভিন্ন ধরনের পিচ রয়েছে। তাই এটা শুধুমাত্র স্পিন উইকেট নয়, এখানে বিভিন্ন টাইপের পিচ লক্ষণীয়। আমরা যা পেতে যাচ্ছি তা কপি করতে পারবো না। এটা মানসিকতার ওপর নির্ভর করবে যা আমরা মানিয়ে নিতে যাচ্ছি। আমরা অশ্বিন এবং জাদেজার বিপক্ষে প্র্যাকটিস করতে পারবো না। ’

২০১১ সালের পর ভারতের মাটিতে একটি টেস্টও জিততে পারেনি অস্ট্রেলিয়া। এবার নতুন বছরে ঘুরে দাঁড়াতে মুখিয়ে আছেন স্টিভেন স্মিথরা। পুনেতে আগামী ২৩ ফেব্রুয়ারি প্রথম টেস্টে মুখোমুখি হবে দু’দল। বাকি তিনটি টেস্টের ভেন্যু যথাক্রমে বেঙ্গালুরু, রাঁচি ও ধর্মশালা।

বর্তমানে পাকিস্তানের সঙ্গে টেস্ট সিরিজ খেলছে অজিরা। ইতোমধ্যেই এক ম্যাচ হাতে রেখেই ২-০ তে সিরিজ নিশ্চিত করেছে তারা। ৩ জানুয়ারি সিডনিতে তৃতীয় ও শেষ টেস্ট। অন্যদিকে, আপাতত আন্তর্জাতিক ব্যস্ততার বাইরে ভারত। আগামী ১৫ জানুয়ারি ওয়ানডে ম্যাচ দিয়ে ইংল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের হোম সিরিজে (তিনটি ওডিআই ও তিনটি টি-২০) মাঠে নামবেন বিরাট কোহলিরা।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, ২ জানুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।