ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

বোলিংয়ের পর ব্যাটিংয়েও উজ্জ্বল মনির 

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৯, ডিসেম্বর ২৮, ২০১৬
বোলিংয়ের পর ব্যাটিংয়েও উজ্জ্বল মনির 

আগের রাউন্ডে খুলনার বিপক্ষে বোলিং-ব্যাটিংয়ে নৈপুন্য দেখিয়েছিলেন বরিশাল বিভাগের ক্রিকেটার মনির হোসেন। প্রথম ইনিংসে বল হাতে ৬ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে দ্বিতীয় ইনিংসে ৭০ রান করে বরিশালের মান বাঁচান মনির। জাতীয় লিগের পঞ্চম রাউন্ডেও এ ক্রিকেটার ধরে রেখেছেন সেই ধারাবাহিকতা।

ঢাকা: আগের রাউন্ডে খুলনার বিপক্ষে বোলিং-ব্যাটিংয়ে নৈপুন্য দেখিয়েছিলেন বরিশাল বিভাগের ক্রিকেটার মনির হোসেন। প্রথম ইনিংসে বল হাতে ৬ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে দ্বিতীয় ইনিংসে ৭০ রান করে বরিশালের মান বাঁচান মনির।

জাতীয় লিগের পঞ্চম রাউন্ডেও এ ক্রিকেটার ধরে রেখেছেন সেই ধারাবাহিকতা।

বিকেএসপির মাঠে মনির বল হাতে পাঁচ উইকেট তুলে নিলে প্রথম ইনিংসে মেট্রোকে ২৯২ রনে বেঁধে ফেলে বরিশাল। জবাব দিতে নেমে ৯৯ রানে পাঁচ উইকেট হারিয়ে বিপদে পড়ে তারা। এবারও ত্রাতার ভূমিকায় অবতীর্ন হন মনির।  

এ ডানহাতি ব্যাটসম্যানের দৃঢ়তায় দ্বিতীয় দিন শেষে আর কোনো উইকেট হারায়নি তারা। মনির হোসেন ৪০ ও আল আমিন ৪৫ রানে অপরাজিত থাকলে বরিশালের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১৯৫ রান। ৫ উইকেট হাতে রেখে বরিশালের চেয়ে  ১২৭ রানে পিছিয়ে ঢাকা মেট্রো।

ওপেনার শাহারিয়ার নাফীস ৩২ ও তিন নম্বরে নামা ফজলে মাহমুদের ব্যাট থেকে আসে ৩৮ রান।

আবু হায়দার রনি ও ইলিয়াস সানি নিয়েছেন দুটি করে উইকেট। অনিয়মিত বোলার শামসুর রহমান শুভ নিয়েছেন একটি উইকেট।

৭ উইকেটে ২৫৫ রান নিয়ে দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করে বরিশাল। ৪৮ রানে অপরাজিত থাকা মেহরাব হোসেন (জুনি) ৬১ রান করে মনিরের ঘূর্নিতে উইকেট দেন। ইলিয়াস সানি ৩০ রানের ইনিংস খেললে ২৯২ পর্যন্ত যায় খুলনা।

মনির হোসেন পাঁচটি,  সালমান হোসেন দুটি, সোহাগ গাজী ও সালেহ আহমেদ শাওন নেন একটি করে উইকেট।  

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, ২৮ ডিসেম্বর, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ