ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

আপিলে হেরে গেলেন দু প্লেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
আপিলে হেরে গেলেন দু প্লেসি  ফাফ দু প্লেসি/ছবি:সংগৃহীত

নিজেকে নির্দোষ প্রমাণের লড়াইয়ে হেরে গেছেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ফাফ দু প্লেসি। বল টেম্পারিংয়ের দায়ে দক্ষিণ আফ্রিকার এ অধিনায়ককে ম্যাচ ফির পুরোটাই জরিমানা করেছিলেন...

ঢাকা: নিজেকে নির্দোষ প্রমাণের লড়াইয়ে হেরে গেছেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ফাফ দু প্লেসি। বল টেম্পারিংয়ের দায়ে দক্ষিণ আফ্রিকার এ অধিনায়ককে ম্যাচ ফির পুরোটাই জরিমানা করেছিলেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট।


 
দু প্লেসি ম্যাচ রেফারির এই শাস্তি মেনে না নিয়ে আপিল করেন। তবে ম্যাচ রেফারির দেওয়া সিদ্ধান্তই বহাল রেখেছে আইসিসির বিচার বিভাগীয় কমিশনার। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
 
টেলিভিশন ফুটেজে দেখা যায়, হোবার্ট টেস্টের চতুর্থ দিনে বলের গায়ে কৃত্রিম পদার্থের প্রলেপ মাখাচ্ছিলেন দু প্লেসি। এ জন্য আচরণবিধির ২.২.৯ ধারা মোতাবেক তাকে দোষী সাব্যস্ত করে আইসিসি।  

বাংলাদেশ সময়: ০২০৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
এসকে/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad