ঢাকা, বুধবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

জমজমাট লড়াইয়ের অপেক্ষা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৬, ডিসেম্বর ৯, ২০১৬
জমজমাট লড়াইয়ের অপেক্ষা ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিপিএলের চতুর্থ আসরে শিরোপা জয়ের লড়াইয়ে কিছুক্ষণ পর মাঠে নামবে ঢাকা ডায়ানামাইটস ও রাজশাহী কিংস। হাইভোল্টেজ ফাইনাল ম্যাচকে ঘিরে উৎসবমুখর হয়ে উঠেছে শের-ই-বাংলা স্টেডিয়াম।

মিরপুর থেকে: বিপিএলের চতুর্থ আসরে শিরোপা জয়ের লড়াইয়ে কিছুক্ষণ পর মাঠে নামবে ঢাকা ডায়ানামাইটস ও রাজশাহী কিংস। হাইভোল্টেজ ফাইনাল ম্যাচকে ঘিরে উৎসবমুখর হয়ে উঠেছে শের-ই-বাংলা স্টেডিয়াম।

 

গ্র্যান্ড স্ট্যান্ডের সমানে বিপিএলে অংশ নেওয়া দলগুলোর থিম সংয়ের সঙ্গে চলছে নাচের পারফরম্যান্স। দর্শকে পূন হয়ে উঠছে স্টেডিয়ামের গ্যালারি। অনুশীলনে ব্যস্ত দুই দলের ক্রিকেটাররা।  

মাঠের উত্তর পাশে ব্যাট হাতে ঝালিয়ে নিয়েছেন ঢাকার ক্রিকেটার সাকিব আল হাসান, মেহেদি মারুফ, কুমার সাঙ্গাকারা ও নাসির হোসেন।  ড্যারেন স্যামির দল মাঠের দক্ষিণ পাশে  ফুটবল খেলে ওয়ার্মআপ সেরে নিচ্ছেন।

লিগ পর্বের দুই ম্যাচেই ঢাকা ডায়নামাইটসকে হারিয়েছিল রাজশাহী কিংস। সে দিক থেকে বাড়তি আত্মবিশ্বাস যোগ হবে দলটির ক্রিকেটারদের। টিম কম্বিনেশনের দিক থেকে নিশ্চিন্ত থাকতেই পারে ঢাকা ডায়নামাইটস। এভিন লুইস, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো, কুমার সাঙ্গাকারার মতো বিশ্ব ক্রিকেটের পরীক্ষিত ক্রিকেটাররা রয়েছে দলটিতে।  

ফাইনাল ম্যাচে মাঠে নামার আগে দুটি মাইলফলকের সামনে অলরাউন্ডার সাকিবল আল হাসান। বল হাতে রাজশাহী কিংসের বিপক্ষে ফাইনাল ম্যাচে দুটি উইকেট নিতে পারলে বিপিএলের চার আসর মিলে সর্বোচ্চ উইকেট শিকারি হবেন ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান। আর ব্যাট হাতে নামের পাশে ৪১ রান যোগ করতে পারলে চতুর্থ ক্রিকেটার হিসেবে এক হাজার রান পূর্ন হবে এ বাঁহাতির।  

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, ০৯ ডিসেম্বর, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ