ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

আনন্দিত রুবেল হোসেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৫, ডিসেম্বর ৫, ২০১৬
আনন্দিত রুবেল হোসেন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

২৬ ডিসেম্বর থেকে নিউজিল্যান্ডে শুরু হওয়া তিনটি ওয়ানডে, টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ স্কোয়াডে জায়গা হয়েছিল পেসার মোহাম্মদ শহীদের। ইনজুরি তাকে ছিটকে দেওয়ায় তার জায়গায় নির্বাচকরা বেছে নিয়েছেন স্ট্যান্ডবাই থাকা পেসার রুবেল হোসেনকে। টাইগার দলে ডাক পেয়ে ভীষণ আনন্দিত রুবেল।

মিরপুর থেকে: ২৬ ডিসেম্বর থেকে নিউজিল্যান্ডে শুরু হওয়া তিনটি ওয়ানডে, টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ স্কোয়াডে জায়গা হয়েছিল পেসার মোহাম্মদ শহীদের। ইনজুরি তাকে ছিটকে দেওয়ায় তার জায়গায় নির্বাচকরা বেছে নিয়েছেন স্ট্যান্ডবাই থাকা পেসার রুবেল হোসেনকে।

টাইগার দলে ডাক পেয়ে ভীষণ আনন্দিত রুবেল।

‘অনেক খুশি হয়েছি যে নির্বাচকরা আমাকে সুযোগ করে দিয়েছেন। আমি আনন্দিত। শহীদের দুর্ভাগ্য ইনজুরির কারণে সে যেতে পারছে না। ’ আসন্ন নিউজিল্যান্ড সিরিজ নিয়ে সোমবার (৫ ডিসেম্বর) নির্বাচকদের সিদ্ধান্তের পরে এভাবেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন টাইগারদের অভিজ্ঞ এই পেসার।

নির্বাচকরা হয়তো সঠিক সিদ্ধান্তটিই নিয়েছেন। কেননা বিপিএলের এবারের আসরে ১২ ম্যাচ খেলে ১৫টি উইকেট থলিতে পুড়েছেন রুবেল। এই বিষয়টিকেও দলে সুযোগ পাওয়ার অন্যতম কারণ হিসেবে বিবেচনা করছেন এই পেসার, ‘বিপিএলটাও আমার বেশ ভালোই গেছে, সেজন্যই হয়তো তারা আমাকে বেছে নিয়েছেন। ’

এর বাইরেও আরও একটি কারণ আছে যা রুবেলকে এই সিরিজে দলে জায়গা করে দিতে প্রভাবক হিসেবে কাজ করেছে। আর সেটি হলো, ২০১০ সালে বাংলাদেশের নিউজিল্যান্ড সফরে বল হাতে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট তুলে নিয়েছিলেন এই ডানহাতি পেসার।

তাই এই সিরিজে দলে জায়গা পেলে নিজের সেরাটি দেবেন বলেও জানালেন রুবেল, ‘আমাকে সুযোগ দেওয়া হলে অবশ্যই আমি চেষ্টা করবো সুযোগটা কাজে লাগাতে। ’

সদ্য সমাপ্ত আফগানিস্তান সিরিজে দুটি ওয়ানডে খেলার পর দলে জায়গা হারান রুবেল। সুযোগ হয়নি ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেও।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ৫ ডিসেম্বর ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।