ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ড্র করতে পেরে আমরা খুশি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
ড্র করতে পেরে আমরা খুশি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: সিরিজের প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর শেষ দুই ম্যাচ জিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজ ড্র করে আনন্দিত জিম্বাবুয়ের ক্রিকেটাররা।

শুক্রবার (২২ জানুয়ারি) খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সিরিজ নির্ধারণীর শেষ ম্যাচে বাংলাদেশকে ১৮ রানে হারায় সফরকারীরা।

জিম্বাবুয়ের ক্রিকেটাররা ব্যাটে-বলে দারুণ পারফর্ম করে স্বাগতিক দলকে পরাজিত করে এ ম্যাচে।

শেষ ম্যাচে সেরার পুরস্কারই না, ওয়ালটন বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জিম্বাবুয়ের হ্যামিলটন মাসাকাদজা।

ম্যাচ ড্র নিশ্চিত করার পর এক প্রেস ব্রিফিংয়ে হাসি মাখা মুখে জিম্বাবুয়ের হ্যামিলটন মাসাকাদজা বলেন, ড্র করতে পেরেই আমরা খুশি।

তৃতীয় ম্যাচ জেতার পর শেষ ম্যাচেও সেরা খেলাটা খেলতে পেরে তিনি আনন্দিত বলেও জানান মাসাকাদজা।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জিম্বাবুয়ের এই অভিজ্ঞ ব্যাটসম্যান বলেন, আফগানিস্তানের বিপক্ষে হারের পর তারা পিছিয়ে ছিলো। তবে চিন্তা ছিলো পজিটিভ। আত্মবিশ্বাস নিয়ে খেলার ফলেই খুলনার মাঠে তারা ড্র করতে পেরেছেন।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
এমআরএম/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।