ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

গুরুতর আহত অনূর্ধ্ব-১৯ দলের শাওন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
গুরুতর আহত অনূর্ধ্ব-১৯ দলের শাওন ছবি: উজ্জ্বল ধর - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেট শুরুর আগেই ছোটখাট একটা ধাক্কা খেল বাংলাদেশ দল। মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকালে নগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনের সময় মাথায় আঘাত পেয়েছেন দলের বাহাতি স্পিনার সালেহ আহমদ শাওন গাজী।



তবে আশার বিষয় বড় ধরনের চোট লাগেনি শাওনের। চিকিৎসার অংশ হিসেবে তার মাথায় সিটি স্ক্র্যান সম্পন্ন হয়েছে। বর্তমানে আশঙ্কামুক্ত আছেন শাওন গাজী। তবে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে।

বাংলাদেশ দলের ফিজিও এনামুল বাংলানিউজকে বলেন, ‘অনুশীলনের সময় বোলিং করছিলেন শাওন গাজী। ব্যাটিংয়ে ছিলেন সাঈদ সরকার। এসময় সাঈদ সরকারের ব্যাট থেকে ছুঁড়ে আসা একটা বল ধরতে গিয়ে মাথায় আঘাত পান শাওন গাজী। তবে আশঙ্কামুক্ত আছেন তিনি। তাকে ২৪ ঘন্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে।

শাওন গাজী বর্তমানে নগরীর ম্যাক্স হাসপাতালের ৭০১ নম্বর কক্ষে চিকিৎসাধীন আছেন।

শাওন গাজী বোলিংয়ে বাংলাদেশ দলের অন্যতম ভরসা। সম্প্রতি অনুষ্ঠিত ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব ১৯ দলের সঙ্গে বাংলাদেশ দলের সিরিজে মাত্র দু’ম্যাচ খেলেই সাত উইকেট পেয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
টিএইচ/আইএসএ/টিসি/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।