ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

ক্রিকেট

সিলেটকে সহজেই হারাল রংপুর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
সিলেটকে সহজেই হারাল রংপুর ছবি : শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অসাধারণ অলরাউন্ড নৈপুণ্যে সিলেট সুপার স্টারসকে ৮ উইকেটে হারিয়েছে সাকিব আল হাসানের রংপুর রাইডার্স। মাত্র ৬০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১০.১ ওভার বাকি থাকতেই জয় নিশ্চিত করে রংপুর।



সোমবার (০৭ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ে নামে রংপুর। সাকিব-আরাফাত সানির স্পিন ঘূর্ণিতে ১১.৫ ওভারে মাত্র ৫৯ রানেই গুটিয়ে যায় সিলেট।

সহজ লক্ষ্যে নেমেও দলীয় ২২ রানের মধ্যেই দুই ওপেনারের উইকেট হারায় রংপুর। লেন্ডল সিমন্স (৫) ও সৌম্য সরকার (১১) দু’জনকেই সাজঘরে ফেরান পেসার মোহাম্মদ শহীদ। তবে অবিচ্ছিন্ন ৩৮ রানের পার্টনারশিপে জয় নিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক সাকিব আল হাসান (২৯ অপা.) ও জহুরুল ইসলাম (৯ অ.)।

এর আগে শহীদ আফ্রিদির নেতৃত্বে একদিনের মাথায় ঠিক উল্টোচিত্র দেখে সিলেট। গতকালই  (রোববার) বরিশাল বুলসকে মাত্র ৫৮ রানে অলআউট করে ৯ উইকেটের দাপুটে জয় তুলে নেয় আফ্রিদি-মুশফিকরা। অথচ রংপুরের বিপক্ষেই কিনা ৫৯ রানে গুটিয়ে গেল সিলেট!

সিলেটের হয়ে সর্বোচ্চ ২০ রান আসে টেল-এন্ডার সোহেল তানভীরের ব্যাট থেকে। এছাড়া কোনো ব্যাটসম্যানই দুই অঙ্কের রান ছুঁতে পারেননি। প্রথম ওভারেই দিলশান মুনায়েরাকে (০) ক্লিন বোল্ড করে সিলেটের ইনিংসে প্রথম আঘাত হানেন আরাফাত সানি। ব্যক্তিগত চার রানে সাকিবের বলে মোহাম্মদ মিথুনের স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েন আফ্রিদি। মুশফিকুর রহিম মাত্র ৯ রান করে সাজঘরে ফেরেন।

রংপুরের হয়ে আরাফাত সানি একাই চারটি উইকেট দখল করেন। দু’টি উইকেট লাভ করেন সাকিব। ২.৫ ওভারে আফগানিস্তানের মোহাম্মদ নবী তিনটি ও শ্রীলঙ্কান পেসার থিসারা পেরারা এক ওভারে চার রানের বিনিময়ে একটি উইকেট নেন।

ম্যাচ সেরার পুরস্কার জেতেন আরাফাত সানি। চার ওভারে চার উইকেট নেওয়া এ বাঁহাতি স্পিনারের ইকোনমি রেট ৩.৫০।

উল্লেখ্য, পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানটা আরো সুসংহত করল রংপুর রাইডার্স। ৯ ম্যাচ শেষে ছয় জয়ে তাদের সংগ্রহ ১২ পয়েন্ট। শীর্ষে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের (৮ ম্যাচ) সমান পয়েন্ট হলেও নেট রান রেটে সামান্য পিছিয়ে রংপুর। অন্যদিকে, মাত্র দুই জয়ে চার পয়েন্টে পাঁচ নম্বরেই মুশফিক-আফ্রিদির সিলেট রয়্যালস।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।